মালদ্বীপ থেকে ভারতের জন্য বড়ো সুখবর সামনে আসছে। মালদ্বীপ ভারতের দুশ্চিন্তা সমাপ্ত করে ভারতের সাথে বন্ধুত্বকে দৃঢ় করেছে। ভারত মহাসাগরে প্রভাব বৃদ্ধির জন্য মালদ্বীপ সবথেকে গুরুত্বপূর্ণ দেশ। এই কারণে মালদ্বীপের উপর একদিকে যেমন চীনের কুনজর থেকে তেমনি অন্যদিকে ভারত মালদ্বীপকে নিজের বন্ধু করতে রাখতে সর্বদা সচেষ্ট। তবে বিগত সময়ে মালদ্বীপে যে রাষ্ট্রপতি ছিলেন তিনি চীনের দ্বারা প্রভাবিত ছিলেন তথা চীনের কথায় উঠাবসা করতেন। এরপর পুনরায় মালদ্বীপে যে নির্বাচন সম্পন্ন হয়েছে সেখানে ভারতের ঘনিষ্ঠ পার্থী রাষ্ট্রপতি পদে বসেছেন। চীন বহুকুটনীতি করে তার ইচ্ছামত ব্যক্তিকে মালদ্বীপে রাষ্ট্রপতি হিসেবে বসাতে চেয়েছিল।
এর জন্য চীন বাইরে থেকে টাকা ফান্ডিং পর্যন্ত করেছিল।কিন্তু নরেন্দ্র মোদী মালদ্বীপে RAW নামিয়ে বিষয়টিকে নিয়ন্ত্রণে আনেন। যার ফলস্বরূপ নির্বাচন নির্বিঘ্নে হয় এবং আব্দুল্লা ইয়ামিনকে সরিয়ে ইব্রাহিম মহম্মদ সলিহ রাষ্ট্রপতি হন। আব্দুল্লা ইয়ামিন যখন রাষ্ট্রপতি ছিলেন তখন চীনের কথামত উনি মালদ্বীপে একটা আইন পাশ(২০১৫ সালে) করিয়েছিলেন। আইন অনুযায়ী, বাইরের দেশের কেউ বা বাইরের দেশ মালদ্বীপে জমি কিনতে পারবে।
এই আইনটি শুনতে সামান্য মনে হলেও, বিষয়টি খুবই গম্ভীর। কারণ চীন মালদ্বীপে জমি কিনে নিলে ভারত মহাসাগরে চীনের প্রভাব বেড়ে যাবে তথা ভারতের উপর চাপ সৃষ্টি হবে। তবে এখন যে খবর আসছে তা খুবই গুরুত্বপূর্ণ। খবর এই যে, মালদ্বীপের বৰ্তমান রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ ওই আইন বাতিল করে দিয়েছেন। অর্থাৎ বাইরের কেউ এখন মালদ্বীপে জমি কিনতে পারবে না।
মালদ্বীপের রাষ্ট্রপতি বলেছেন, জমি আমাদের দেশের জন্য অমূল্য সম্পদ তাই এটা কোনোভাবেই বিদেশীদের হাতে দেওয়া যেতে পারে না। এই সিদ্ধান্ত ভারত ও মালদ্বীপের সম্পর্ককে আরো দৃড় করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। জানিয়ে দি, মালদ্বীপে খাবার, পানীয় জল সবকিছুই ভারত থেকে পৌঁছানো হয়। যার জন্য দুই দেশের সম্পর্ক বেশ উন্নত তবে বিগত কিছু বছরে আগের রাষ্ট্রপতির কারণে সম্পর্কে কিছুটা ফাটল তৈরী হয়েছিল। বর্তমানে সেই ফাটল পুনরায় পূরণ হয়েছে। সম্পর্ক খারাপ হওয়ার কারণে মালদ্বীপ ভারতকে তাদের দেশে ভারতীয় সেনার বেস ক্যাম্প তৈরী করতে বাধা প্রদান করেছিল। এখন ভারতীয় সেনাকে পুনরায় সেই অনুমতি প্ৰদান করেছে মালদ্বীপ।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Dj8a11
Bengali News