ফের ভাঙন ধরল তৃণমূল কংগ্রেসে। গতকালই হালিশহরে অর্জুন সিং এর হাত ধরে ১০০০ তৃণমূল কর্মী সমর্থক এবং পুরসভার উপ-প্রধান সহ চার জন্য কাউন্সিলর নাম লিখিয়েছিলেন বিজেপিতে। আর ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি।
তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী রাজ্যের এ মাথা থেকে ও মাথা ঘুরে ঘুরে নরেন্দ্র মোদী তথা বিজেপির নামে যত নিন্দা করছেন, ততই বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে। এমনকি নিন্দা করতে করতে শেষে বাঁধ ভেঙে কুরুচিকর মন্তব্য পর্যন্ত করে বসছেন উনি।
আজ নদীয়ার সভা থেকে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী অরুন জেটলিকে ‘চায়ের কেটলি” বলে সম্বোধন করেছেন উনি। অন্তত এরকম ভাষা একজন মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। এমনকি উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে লিউকোপ্লাস্ট লাগাবেন বলে বলেছেন!
আজ উত্তর ২৪ পরগণার বনগাঁর ট্যাংরা অঞ্চলে তৃণমূলের প্রাক্তন বিধায়ক দুলাল বর, যিনি মাস খানেক আগেই মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন। আজ ওনার হাত ধরেই তৃণমূলের দাপুটে নেতা তথা জেলার সহ সভাপতি দেবদাস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
শুধু জেলার সহ-সভাপই দেবদাস মণ্ডলই না, আজ তৃণমূল ছেড়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন ওই এলাকার ২৫০ জন সক্রিয় তৃণমূল কর্মী। তাঁরা দলে যোগ দিয়ে জানান, ‘ গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাসে তাঁরা তিতিবিরক্ত। তাই তাঁরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলা থেকে সন্ত্রাস দূর করার জন্য নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বিজেপিতে যোগ দিলেন।”
তৃণমূল ছেড়ে বিজেপিত যোগ দেওয়া নেতা এবং কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দুলাল বড় মহাশয়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Go6TGL
Bengali News