লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া আজ ২৩ এপ্রিল ১৫ রাজ্যের ১১৭ টি লোকসভা আসনে নেওয়া হচ্ছে। আজ গুজরাটের ২৬ টি আসনেই ভোট নেওয়া হবে। তাছাড়া কেরলের ২০ টি আসনে, উত্তর প্রদেশের ১০, মহারাষ্ট্র আর কর্ণাটকের ১৪ টি আসনে, অসমে ৪ টি আসনে, বিহারে ৫, ছত্তিসগরে ৭, উড়িষ্যার ৬, পশ্চিমবঙ্গের ৫, গয়ার২, দাদর এবং নগর হাভেলি, দমন এবং দিউ আর ত্রিপুরার একটি আসনে ভোট হবে আজ।
আরেকদিকে তামিলনারুর ভেলোর আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। ওই আসনে দ্বিতীয় দফায় ভোট নেওয়ার কথা ছিল, কিন্তু সুরক্ষার কারণে ভোট স্থগিত রাখা হয়েছিল।
Gujarat: Prime Minister Narendra Modi met his mother at her residence in Gandhinagar today. He will cast his vote in Ahmedabad, shortly. pic.twitter.com/CUncTSpBTt
— ANI (@ANI) April 23, 2019
তৃতীয় দফার ভোটে রাজনৈতিক দিজ্ঞজদের ভাগ্য নির্ধারণ হবে। আজ অমিত শাহ (গান্ধীনগর) মুলায়ম সিং যাদব (মেনপুরি), আজম খান (রামপুর), জয়াপ্রদা (রামপুর), রাহুল গান্ধী (ওয়ানাড), বরুন গান্ধী (পিলিভিট), শরদ যাদব ( মধেপুরা), পাপ্পু যাদব (মধেপুরা), সম্বিত পাত্রা (পুরি), মেহবুবা মুফতি (অনন্তনাগ) এই দিজ্ঞজদের আজ ভাগ্য নির্ধারিত হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট দেওয়ার জন্য গুজরাটের গান্ধী নগরে পৌঁছেছেন। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার আগে ওনার মায়ের সাথে দেখা করে আশীর্বাদ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা নরেন্দ্র মোদীকে প্রসাদ খাইয়ে এবং দেবী মায়ের ওড়না দিয়ে আশীর্বাদ দেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GxK2s3
Bengali News