২১ এপ্রিল ২০১৯, শ্রীলঙ্কার বেশ কয়েকটি স্থানে আতঙ্কবাদীরা বোম ধামাকা করেছিল। ইস্টার পালন করা খ্রিস্টান সমাজকে টার্গেট করে হামলা করেছিল আতঙ্কবাদীরা। চার্চ ছাড়াও হোটেলেও বোমা ফেলা হয়েছিল। এই হামলায় মৃত্যুর সংখ্যা ২৯০ ছাড়িয়ে গেছে। আহত সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেছে। এই হামলার ইস্যুতে দুজন আতঙ্কবাদীর নাম সামনে এসেছে। দুজনের নাম জাহারান হাশমি এবং আবু মহম্মদ।
এখন জাহারান হাশমি সংক্রান্ত নতুন খবর সামনে আসছে। খবর এই যে, জাহারান হাশমি একজন ইসলামিক ধৰ্মগুরু ছিল। জাহারান হাশমি একজন মৌলবী ছিল এবং তার পুরো নাম ছিল মৌলিবী জাহারান হাশমি। এই ইসলামিক ধর্মগুরুর বেশ কয়েকটি ভিডিও এখন সোশ্যাল মিডিO2য়ায় ভাইরাল হচ্ছে। ভিডিও দেখলে স্পষ্ট বোঝা যায় যে জাহারান হাশমি বহু সময় ধরে জিহাদের বিষ ছড়াচ্ছে তথা হিংসা ছড়াচ্ছে।
#BREAKING : 1) Seven of one islamist terrorist who participated in the series of suicide terrorist attacks in #Srilanka, Zahran Hashim, an islamic terrorism preacher, sympthizing with the ISIS. #SriLankaAttacks #SriLankaBlasts pic.twitter.com/Fmza23tjdL
— 𝐑𝐄𝐒𝐄𝐀𝐑𝐂𝐇 𝐀𝐍𝐃 𝐀𝐍𝐀𝐋𝐘𝐒𝐈𝐒
(@RESEARCH_RAW) April 22, 2019
জাহারান হাশমি ইউটিউব ও অন্যান্য প্লাটফর্ম এ কোরান, হাদিসের আয়াত শোনাত। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জাহারান হাশমি বহুজনকে কট্টরপন্থী তৈরি করতো। এই জাহারান হাশমিই শ্রীলংকার চার্চ ও হোটেলে আক্রমন করে বহু মানুষকে হত্যা করেছে। জাহারান হাশমি তার অনুগামীদেরও ভিডিওর মাধ্যমে এই শিক্ষা দিয়েছ যে, মুসলিম ছাড়া বাকি সকলেই কাফের তাদের হত্যা করো। আর এই শিক্ষা নিয়েই আবার আতঙ্কবাদের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2UOFyaM
Bengali News