-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আনন্দবাজার পত্রিকার(anandabazar patrika) খবর নিয়ে বিতর্ক! সাধ্বী প্রজ্ঞাকে জঙ্গি বলায় সোশ্যাল মিডিয়ায় বিরোধ।

- April 22, 2019

পশ্চিমবঙ্গের নামি খবরের কাগজের মধ্যে একটা আনন্দবাজার পত্রিকা(anandabazar patrika)। সকাল হলেই বহু মানুষের বাড়িতে পৌঁছে যায় এই সংবাদপত্র। কিন্তু বিগত কিছু সময়ে আনন্দবাজার পত্রিকার বহু খবর নিয়ে মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। অনেকের অভিযোগ আনন্দবাজার পত্রিকা নির্ভরযোগ্যতার স্থান থেকে ক্রমশ সরে যাচ্ছে। উদাহরণ স্বরূপ ফেব্রুয়ারি মাসে রাফেল ইস্যুতে আনন্দবাজার পত্রিকা/
anandabazar patrika একটা ভুয়ো খবর ছেপেছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় আনন্দবাজারে প্রকাশিত করা হয়েছিল যে, রাফেল কিনতে গিয়ে মোদী সরকারকে UPA সরকারের থেকে বেশি টাকা দিতে হচ্ছে। যদিও এই খবর সম্পূর্ণ ভুয়ো ছিল। আসল খবর ছিল এই যে, কংগ্রেস জামানার থেকে কম দামে রাফেল কিনছে মোদী সরকার।

সম্প্রতি আরো একটা খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। আনন্দবাজার পত্রিকার একটা পেপার কাটিং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যা নিয়ে বিতর্ক। সেখান ছাপা হয়েছে, ভূপালের  বিজেপি পার্থী ‘জঙ্গি প্রজ্ঞা’। আনন্দবাজার পত্রিকায় ছাপা খবর অনুযায়ী সাধ্বী প্রজ্ঞাকে জঙ্গি বলা হয়েছে। প্রথমত জানিয়ে  দি, সাধ্বী প্রজ্ঞা NIA এর থেকে ক্লিন চিট পেয়েছেন। হিন্দু আতঙ্কবাদ প্রমান করার জন্য ভিত্তিহীন ভাবেই সাধ্বী প্রজ্ঞাকে গ্রেপ্তার করা হয়েছিল।

সাধ্বী প্রজ্ঞা যে আতঙ্কবাদী বা জঙ্গি এটা কংগ্রেস প্রমান করতে পারেনি। সেই অর্থে আনন্দবাজারে ছাপা এই খবরের কোনো অর্থ হয়না। দ্বিতীয়ত যদি, আতঙ্কবাদের অভিযুক্ত শব্দের ব্যাবহার করা হতো তাহলেও বিতর্ক থেকে এড়ানো যেত। সোশ্যাল মিডিয়ায় আনন্দবাজার পত্রিকার উপর আরো একটা বড়ো প্রশ্ন উঠেছে। প্ৰশ্ন এই যে, anandabazar patrika রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর ক্ষেত্রে চোর শব্দ ব্যবহার করে না কেন?

রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বেল নিয়ে জেলের বাইরে রয়েছে কিন্তু আনন্দবাজার পত্রিকা তাদের জন্য চোর রাহুল বা চোর সোনিয়া শব্দের ব্যাবহার করে না। তাহলে কি আনন্দবাজার একতরফা সংবাদ পরিবেশন করে প্ৰশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সাধ্বী প্রজ্ঞাকে জঙ্গি বলা নিয়ে বিজেপি সমর্থক ও হিন্দু বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় বিরোধ দেখিয়েছেন। তবে  আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে এই প্রথম নয়, এর আগেও বহুবার বিতর্ক সামনে উঠে এসেছে। এইভাবে ভুয়ো খবর, একতরফা খবর পেশ করলে মানুষ সংবাদ মাধ্যমের উপর কিভাবে নির্ভর করবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2vhYcbO
Bengali News
 

Start typing and press Enter to search