রাজ্যে দু দফার ভোট সম্পন্ন হয়েছে। এখনো বাকি পাঁচ দফার ভোট নেওয়া। আর তাঁর আগেই রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কমিশনের পর্যবেক্ষক অজয় নায়েক। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক বলেন, ‘এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি গণতন্ত্রের জন্য একদমই শুভ নয়। এত আধা সেনা মোতায়েনের পরেও রাজ্যে ভোট শান্তিতে হচ্ছেনা।”
উনি বলেন, ‘এরকম অভিজ্ঞতা হয়েছিল ১০ বছর আগে বিহারে। আর সেই পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গে। তাই এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, কিন্তু তাতেও লাভ হচ্ছেনা।” পশ্চিমবঙ্গ যে দিদির অগণতান্ত্রিক নীতির ফলে প্রতিদিনই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে সেটা বলাই বাহুল্য।
এতদিন ধরে বিরোধীরা রাজ্যের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলতেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ব করে বলতেন দেশের একমাত্র এই রাজ্যের রয়েছে গণতন্ত্র। কিন্তু ভোট আসলেই খুলে যায় গণতন্ত্রের মুখোশ। গত পঞ্চায়েত ভোটে এরাজ্যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মৃত্যু হয়েছে ১০০ এর বেশি মানুষের। এছাড়াও শ্লীলতাহানি, ধর্ষণের ঘটনাও অনেক দেখা গেছে। তা স্বত্বেও মমতা ব্যানার্জী বলেছিলেন ‘ ভোট অবাধ ও শান্তিপূর্ণ।”
এবার মমতা ব্যানার্জীর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কমিশনের পর্যবেক্ষক অজয় নায়েক। কাশ্মীরের মত অশান্ত যায়গায় নির্বিঘ্নে ভোট হলেও, এরাজ্যে ভোট আসলেই খুনো-খুনি বেড়ে যায়।
এরজন্য তৃতীয় দফার ভোটের আগে রাজ্যের ৯০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এমনকি লাঠিয়াল পুলিশদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Dn2vag
Bengali News