জম্মুকাশ্মীরের পূর্ব মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আরো একবার ভারত বিরোধী মন্তব্য করে দিয়েছেন। আরো একবার মেহেবুবা মুফতি দেশকে নিয়ে কঠোর আপত্তিজনক মন্তব্য করেছেন। মেহেবুবা মুফতি বিশ্ব থেকে হিন্দুস্তান মুছে যাওয়ার কথা বলেছেন। এক টুইট করে মেহেবুবা মুফতি বলেছেন, যদি ধারা ৩৭০ নিয়ে টানাটানি হয় তবে হিন্দুস্তানের নাম চিন্হ মুছে ফেলা হবে। মেহবুবা মুফতি বলেছেন কাশ্মীর নিয়ে বেশি হস্তক্ষেপ করলে ভারতের ইতিহাসও থাকবে না। উনি বলেছেন, ” না বুঝলে শেষ হয়ে যাবে হিন্দুস্তানিরা, ইতিহাসও শেষ হয়ে যাবে।”
তবে এটা প্রথমবার নয়, যে মেহবুবা ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়েছেন। এর আগেও মেহবুবা দেশেকে গালাগালি করেছেন এবং হিন্দুস্তানের অস্তিতকে শেষ করার কথা বলেছেন। স্মরণ করিয়ে দি, এর আগে মেহেবুবা মুফতি বলেছিলেন, যদি ৩৭০ এ হাত দেওয়া হয় তাহলে ভারতের পতাকা উড়তে দেওয়া হবে না। আর আজ মেহেবুবা আরো একবার ভারতের অস্থিত নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছেন।
জানিয়ে দি, মেহেবুবা মুফতি জম্মুকাশ্মীরের অনন্তনাগ থেকে লোকসভা নির্বাচন লড়বেন। আর নির্বাচনে কট্টরপন্থীদের খুশি করার জন্য মেহেবুবা মুফতি নেমে পড়েছেন যার জন্য ভারত বিরোধী মন্তব্য করছেন। কট্টরপন্থী ও জিহাদি মানসিকতার লোকজন গাজবা-এ-হিন্দ এর নীতিতে বিশ্বাসী, তাদের খুশি করতেই মেহবুবার এমন মন্তব্য।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2G82LLX
Bengali News