দেশের সবথেকে সঠিক এবং সবথেকে বড় জ্যোতিষ গুরুর মধ্যে সামিল অনিরুদ্ধ কুমার মিশ্র নির্বাচন কমিশনের ঘোষণার পর নিজের ভবিষ্যতবানীকে সার্বজনিক করে দিয়েছেন। অনিরুদ্ধ কুমার মিশ্র লোকসভা ২০১৯ এর উপর বড় ভবিষ্যতবাণী করেছেন যাতে মোদী সমর্থকদের উৎসাহ ব্যাপকভাবে বৃদ্ধি হয়েছে। অনিরুদ্ধ কুমার মিশ্র খুবই প্রসিদ্ধ জ্যোতিষী যিনি ভারতের টপ জ্যোতিষীদের মধ্যে নির্বাচিত হন। উনি বহুবার সঠিক ভবিষ্যতবাণী করে
নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের তারিখের ঘোষণা করে দিয়েছে এবং সাথে সাথে অনিরুদ্ধ কুমার নির্বাচনের উপরে নিজের ভবিষ্যতবাণী করে দিয়েছেন। উনি বলেছেন নির্বাচন কমিশন তারিখের ঘোষণা করেছে যেটা আমি আগেই ভবিষ্যতবাণী করেছিলাম। উনি বলেন বিজেপি একা ২৭২ টির বেশি আসন আনবে এবং আরো একবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন।
Announcement of election schedule and counting date by #ElectionCommission has confirmed the predictions made by me in the past. BJP will get 272+ seats with Modi continuing his Prime Ministership to the second term. #Elections2019 #LoksabhaElection #LokSabhaElection2019 pic.twitter.com/4VTgM8s8zH
— Anirudh Kumar Mishra (@Anirudh_Astro) March 10, 2019
জানিয়ে দি, আগের বার বিজেপি একা ২৮৩ টি সিট এনেছিল আর সহযোগীদের মিলিয়ে ৩০০ সংখ্যা পার করেছিল। অনিরুদ্ধ কুমারের ভবিষ্যতবাণী অনুযায়ী বিজেপি আবার ২০১৪ সালের ফলাফলকে পুনরাবৃত্তি করবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2EZ84Ma
Bengali News