নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিনেই শক্তি বাড়িয়ে নিলো গেরুয়া শিবির। রবিবার কোচবিহারে তৃণমূল এবং সিপিএম থেকে দুইশতাধিক যুব কর্মী যোগ দিলেন বিজেপিতে। বিজেপি সূত্র অনুযায়ী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় প্রেরিত হয়ে দেশ সেবার জন্য তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন।
বিজেপির জেলা সভাপতি মালত রাভার মতে, পঞ্চায়েত ভোটের আগে থেকেই তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাসে তিতবিরক্তি গোটা জেলা। আর সেই লাগামছাড়া সন্ত্রাস এবং নরেন্দ্র মোদীর আদর্শকে সফল করার জন্য গুড়িয়াহাটি ও খাগড়াবাড়ি এলাকার দুইশোর ও বেশি যুব কর্মী বিজেপিতে যোগ দেন।
শুধু তাই নয়, শিলিগুড়িতে বাম শিবিরে বড়সড় ভাঙন ধরাতে সক্ষম হয়েছে বিজেপি। শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্যের ভাইপো অর্কদীপ ভট্টাচার্য রবিবার বাম শিবির ত্যাগ করে বিজেপিতে নাম লেখান। বামেদের কাছে অশোক ভট্টাচার্যের গুরুত্ব প্রচুর।
একসময় বামেরা অশোক ভট্টাচার্যকে মডেল করেই রাজ্যে নির্বাচন লড়ার প্রস্তুতি নিয়েছিল। তাঁদের মতে কমঃ অশোকের কাছ থেকে কেউ কোন কমরেডকে অন্য দলে টেনে নিয়ে যেতে পারবে না। আর গতকাল সেই অশোক মডেলকে তুচ্ছ প্রমাণিত করে, অশোকের পরিবারের সদস্যই যোগ দিলেন বিজেপিতে।
লোকসভা ভোটের আগে রাজ্যে ক্রমশ্য শক্তি বাড়ছে বিজেপির। অমিত শাহ অনেকদিন আগেই এরাজ্যে ২৩ টি আসন জেতার লক্ষ্যমাত্রা রেখেছেন। আর সেই মতেই বিজেপির নেতা নেত্রীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে অমিত শাহ-এর লক্ষ্যকে পূরণ করার চেষ্টা করছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2EOHvsW
Bengali News