লোকসভা ভোটে একদিকে সবদল এক হয়ে বিজেপিকে হারানোর চেষ্টা চালাচ্ছে। আরেকদিকে সবাইকে পিছনে ফেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটি আসনে জয় হাসিল করে নিলো বিজেপি। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুটি আসনে জয়লাভ করে নিয়েছে বিজেপি।
বিজেপির মহাসচিব রাম মাধব টুইট করে এই তথ্য সবার সামনে আনেন। রাম মাধব টুইট করে লেখেন, ‘ “বিজেপির বিজয় যাত্রা অরুণাচল প্রদেশ থেকে শুরু: স্যার কেন্টো জিনী আলো ইস্ট আসন থেকে জয়ী হয়েছেন অপ্রতিদ্বন্দ্বী হিসাবে।”
একসময় উত্তর পূর্বের রাজ্যগুলোতে কংগ্রেস একছত্র ভাবে আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু এখন সেসব অতীত। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপূর্বের রাজ্যগুলোকে পাখির চোখ করে রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
Another victory also from Arunachal Pradesh:
Er Taba Tedir won unopposed from 16 Yachuli Assembly segment.
(These two victories are for Arunachal Pradesh Assembly, which goes to polls together with parliament on 11 April)— Chowkidar Ram Madhav (@rammadhavbjp) March 26, 2019
কংগ্রেসের আমলে উত্তর পূর্বের এই রাজ্যগুলোকে সবসময় নজরান্দাজ করা হত। সরকারী অনেক প্রকল্প থেকেই বঞ্চিত ছিল তাঁরা। এমনকি রাজ্যের বেশির ভাগ যায়গায় ছিলনা বিদ্যুৎ। কিন্তু মোদী সরকার আসার পর থেকেই উত্তর পূর্বের রাজ্যগুলোতে সবরকম সরকারী প্রকল্প পৌঁছে দেওয়ার কাজ শুরু করে।
Victory March of BJP starts from Arunachal Pradesh:
Sir Kento Jini has won (uncontested) from Alo East constituency.— Chowkidar Ram Madhav (@rammadhavbjp) March 26, 2019
প্রতিটি ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে গ্যাস এবং রাষ্ট্রীয় মার্গ গুলোকে নতুন করে বিকশিত করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। আর তাঁর সুফল হিসেবে উত্তর পূর্বের রাজ্য গুলোকে একের পর এক জয় কোর্টে থাকে বিজেপি।
ত্রিপুরাতে ২৫ বছরের বাম অপশাসনকে হটিয়ে বিজেপি ক্ষমতায় এসে ত্রিপুরায় নতুন করে উন্নয়নের রাস্তা খুলে দিয়েছে বিজেপি। ত্রিপুরাকে ট্রেন লাইনের মাধ্যমে গোটা ভারতের সাথে যুক্ত করেছে মোদী সরকার। শুধু ত্রিপুরাই না আসাম, অরুনাচল, মিজোরাম, নাগাল্যান্ড প্রতিটি রাজ্যেই উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছে মোদী সরকার। আর তারফলেই একের পর এক উত্তরপূর্বের রাজ্যগুলোতে জয় হাসিল করে নিচ্ছে বিজেপি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2U7Cjdi
Bengali News