লোকসভা ভোটের আগে এই রাজ্যে বিজেপি বিরোধী শিবিরে জোর ধাক্কা। বিজেপি ক্ষমতায় থাকলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পরিক্কর এর মৃত্যুর পর রাজ্য সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস। কিন্তু বিধানসভায় শক্তি প্রদর্শনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার ধরে রাখে বিজেপি।
আর তাঁর কদিন পরেই গোয়ার Maharashtrawadi Gomantak Party এর দুই বিধায়ক গোয়ার বিধানসভা স্পীকারের কাছে পত্র দিয়ে গোটা দলকে বিজেপির সাথে যুক্ত করে নেন। যদিও ওই পার্টির আরেক বিধায়ক গোটা দলকে বিজেপিতে মিলিয়ে নেওয়ার পক্ষপাতী নন, তাই তিনি ওই পত্রতে স্বাক্ষর ও করেননি।
আপনাদের জানিয়ে রাখি Maharashtrawadi Gomantak Party মোট তিনজন বিধায়ক আছেন। ৩৬ সদস্যের বিধানসভায় এখন বিজেপির ১৪ জন বিধায়ক আছে। Maharashtrawadi Gomantak Party এর বিধায়ক Manohar Ajgaonkar আর Deepak Pavaskar মঙ্গলবার রাত ১ঃ৪৫ নাগাদ গোয়ার বিধানসভা স্পীকার মাইকেল লোবো কে গোটা দলকে বিজেপির সাথে যুক্ত করার পত্র দেন।
Michael Lobo, Goa Dy Speaker&BJP MLA on merger of Maharashtrawadi Gomantak Legislative Party with BJP: MGP's legislative wing has split. 2/3rd of MGP legislators formed a separate group&they're merging it with BJP. All formalities as per Constitution of India have been completed. pic.twitter.com/DMszKPanbJ
— ANI (@ANI) March 26, 2019
মধ্যরাতে হওয়া এই নাটকীয় ঘটনার পর গোয়া বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ১২ থেকে বেড়ে ১৪ জন হয়ে গেলো। এখন গোয়া বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা কংগ্রেসের সমান। Maharashtrawadi Gomantak Party ২০১২ থেকে বিজেপির শরিক দল হিসেবে আছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Yu7zST
Bengali News