উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হ্যান্ডওয়ারা এলাকায় বুধবার রাতে জঙ্গিরা সেনার উপরে হামলা চালায়। সেনার পালটা হানায় হামলা করতে আসা এক জঙ্গি খতম হয়। এখন গোটা এলাকায় ঘেরাবন্দি করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
লঙ্গেট এলাকায় জঙ্গিরা ৩২ রাষ্ট্রীয় রাইফেলস এর পেট্রলিং পার্টির উপর গ্রেনেড দিয়ে হামলা চালায়। তারপর চরম ফায়ারিং ও করে। সেনা জঙ্গিদের গুলির জবাব দেওয়া শুরু করলেই সেনার গুলিতে খতম হয় এক জঙ্গি। সঙ্গীর মৃত্যুর পর জীবন বাঁচাতে বাকিরা পালায়ি যায়।
এই ঘটনার খবর পাওয়ার পরেই সিআরপিএফ আর এসজিও ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে। আর তাঁর সাথে প্রতিটি ঘরে তল্লাশি চালানো হচ্ছে। সেনা সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মৃত জঙ্গির এখনো পরিচয় পাওয়া যায়নি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2tQeTuf
Bengali News