-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

শতাব্দীর সবথেকে বড় মিথ্যা! পাকিস্তান এবার জানালো তাঁদের দেশে জৈশ-এ-মহম্মদ এর কোন অস্তিত্বই নেই !!!

- March 06, 2019

পাকিস্তানের সেনা দাবি করে বলে দেশে জৈশ এ মহম্মদ এর কোন অস্তিত্ব নেই। এর আগে পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছিলেন, ইমরান সরকার জৈশ এ মহম্মদ এর সম্পর্কে আছে। পাকিস্তানি সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর বলেন, ‘ পাকিস্তানে জৈশ এ মহম্মদ এর কোন অস্তিত্ব নেই”

আপনাদের জানিয়ে রাখি বিদেশ মন্ত্রী কুরেশি গত সপ্তাহে স্বীকার করেছিলেন ভারতে অনেক হামলা করার মাস্টার মাইন্ড আর জঙ্গি সংগঠন জৈশ এর প্রধান মাসুদ আজাহার পাকিস্তানেই আছে। উনি এও বলেছিলেন, ‘মাসুদ আজাহার খুব অসুস্ত, এবং সেই অসুস্থতার জন্য তিনি ঘর থেকেও বেরাতে পারেন না।”

সিএনএন এ দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানি বিদেশ মন্ত্রী এও বলেছিলেন যে, পাকিস্তানি প্রশাসন মাসুদ আজাহারকে গ্রেফতার করে নেবে। কিন্তু তাঁর আগে ভারতকে পাকিস্তানের আদালতে মাসুদ আজাহারের অপরাধি হওয়ার প্রমাণ দাখিল করতে হবে। পাকিস্তানি আদালতে মাসুদের বিরুদ্ধে প্রমাণ দেওয়ার পরেই পাকিস্তান প্রশাসন তাঁকে গ্রেফতার করার জন্য উদ্যোগী হবে।

আরেকদিকে পাকিস্তান মঙ্গলবার জৈশ এ মহম্মদ এর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল। পাকিস্তান দাবি করেছিল যে, মাসুদ আজাহারের ভাই মুফতি আব্দুর রাউফ আর তাঁর ছেলে হামাদ আজাহার সমেত ৪৪ জনকে গ্রেফতার করেছে।

রাউফ মৌলানা আর হামাদ পুলওয়ামা হামলার মাস্টার মাইন্ড। ভারত পুলওয়ামা হামলার পর পাকিস্তানকে দেওয়া ডোজিয়ারে সেই কথা জানিয়েছিল। পাকিস্তানের মন্ত্রী শাহির আফ্রিদি আর স্বরাষ্ট্র সচিব প্রেস কনফারেন্স করে এই কথা সার্বজনীন করেন।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2H3QvOe
Bengali News
 

Start typing and press Enter to search