রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের তিন দিবসীয় অখিল ভারতীয় প্রতিনিধি সভার আজ সমাপন হল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। সঙ্ঘের কার্যবাহ ভাইয়া জি জোশি রাম মন্দির নিয়ে নিজের মন্তব্য পেশ করে উনি কেন্দ্রের মোদী সরকারের প্রতি নিজের ভরসা জাহির করেছেন।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সহ কার্যবাহ ভাইয়া জি জোশি রাম মন্দির নয়ে বলেন, ১৯৮০-৯০ থেকে যেই আন্দোলন চলছে সেই আন্দোলন যতদিন না মন্দির তৈরি হবে ততদিন চলবে। আমরা মহামান্য আদালতকে আবেদন করেছি যে, যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার নিষ্পত্তি করা হোক।
উনি বলেন, আমরা জানি যে, ক্ষমতায় থাকা দলের মধ্যে রাম মন্দির নিয়ে কোন বিরোধিতা নেই। তাদের প্রতিশ্রুতি নিয়ে আমাদের মন কোন সন্দেহ নেই।
RSS General Secretary Bhaiyyaji Joshi on Ram Temple: 1980-90s se jo andolan chal raha hai, jab tak mandir poora nahi hoga tab tak humara andolan chalta rahega. Hum nayalay se apeksha karte hain ki sheeghrta se iske sandarb mein faisla de. pic.twitter.com/QCmoCIz1Q5
— ANI (@ANI) March 10, 2019
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2SURy4L
Bengali News