পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি অভিযোগ করে বলেন, ‘ ভারতের বিমান কেবল বালাকোটে হামলা করার জন্য আসেনি।” উনি অভিযোগ করে বলেন ভারতীয় বায়ুসেনা আরও পাঁচ যায়গাকে ধ্বংস করার জন্য এসেছিল। কুরেশি একটি সাক্ষাৎকারে বলেন, পাকিস্তানি সেনা সর্বদা সজাগ ছিল বলে বড়সড় হামলা করতে পারেনি ভারত। উনি বলেন, পাকিস্তানের তিন সেনার মধ্যে এমন সামাঞ্জস্য আছে বলেই ভারত বড়সড় হামলা করতে পারেনি!!
India planned to hit more than 5 target through missiles but we came to know before time through our successful ground intelligence and defused the threat @SMQureshiPTI pic.twitter.com/YpATASmyAn
— Hamid Mir (@HamidMirPAK) March 4, 2019
সিআরপিএফে কনভয়ে হামলা হওয়ার পর ভারতীয় বায়ুসেনার বিমান পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি সংঘটন জৈশ এর ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে ভারত। ভোর সাড়ে তিনটে নাগাদ ১২টি মিরাজ ২০০০ বিমান ১০০০ কেজির বোমা নিয়ে গিয়ে জঙ্গি সংগঠনের ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে।
ভারতীয় বায়ুসেনার সূত্র থেকে জানা যায়, ভারতীয় বায়ুসেনা পাক সীমান্তের ৮০ কিমি ভিতরে ঢুকে ১০০০ কেজির বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে। সূত্র অনুযায়ী ওই হামলায় ৩০০ এর মত জঙ্গি খতম ও হয়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2EAuov8
Bengali News