-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের ‘মিশন শক্তি’র পর চরম আতঙ্ক পাকিস্তানে! আতঙ্কিত হয়ে আবার শান্তির বানী দিচ্ছে পাক সরকার!

- March 27, 2019

মহাকাশে স্যাটেলাইটকে ধ্বংস করা মিসাইলের সফল পরীক্ষণের পর, ভারত এরকম ক্ষমতা রাখা বিশ্বের চতুর্থ দেশ হয়ে গেলো। ভারতের এই সাফলতার পর পাকিস্তান বলেম ভারত এখন কাল্পনিক শত্রু খুঁজছে। পাকিস্তানের বিদেশ মন্ত্রালয় থেকে জারি করা এক বয়ানে বলে হয়, ‘ পাকিস্তান মহাকাশে সামরিকীকরণ এর বিরুদ্ধে। ”

এখন ভারত মহাকাশে যেকোন চ্যালেঞ্জের সন্মুখিন হওয়ার জন্য তৈরি। তখন পাকিস্তানের বিদেশ মন্ত্রালয়ের প্রবক্তা মোহম্মদ ফৈসল স্প্যানিশ লেখক  Miguel de Cervantes y Saavedra লেখা বইয়ের নায়ক Don quixot এর দোহাই দিচ্ছে। ওনার এই বই অনুসারে Don quixot কাল্পনিক শত্রুদের সাথে লড়াই করত।

বিবৃতিতে, পাকিস্তান মহাকাশকে মানবজাতির ভাগ্যবান ঐতিহ্য হিসাবে স্থানকে বর্ণনা করেছে, এবং বলেছে যে কোনও দেশকে মহাকাশে সামরিকীকরণ করার জন্য পরিশ্রম করতে হবে না। পাকিস্তান জানায়, তাঁরা মহাকাশকে সামরিকীকরণ না করার জাতিসংঘের প্রস্তাবের চরম সমর্থক। এর সাথেই পাকিস্তান সেসব দেশকে আওয়াজ তোলার জন্য আহবান জানিয়েছে যারা মহাকাশে সামরিক শক্তি গুলোকে বাঁধা দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্ষমতার কড়া নিন্দা করে।

আরেকদিকে, ভারতীয় বিদেশ মন্ত্রালয় মিশন শক্তি নিয়ে আগেই অবগত করে দিয়েছে যে, তাঁরা কারও ক্ষতি করার জন্য অথবা মহাকাশে অস্ত্র পাঠানোর জন্য এই মিশন করেনি। ভারতের বিদেশ মন্ত্রালয় জানায় যে, আমরা আগাগোড়াই এটা মানি যে, মহাকাশকে শুধুমাত্র শান্তি সম্পর্কিত কাজের জন্য ব্যাবহার করা উচিৎ। আমরা মহাকাশের বাইরের ভাগে সামরিকীকরণ এর বিরুদ্ধে, আর মহাকাশ ভিত্তিক সম্পদ রক্ষা করার আন্তর্জাতিক প্রচেষ্টা সমর্থক।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TAwdxz
Bengali News
 

Start typing and press Enter to search