জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিরা সেনার পলাতক জওয়ানকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করল। ২৫ বছরের সেনার এই জওয়ান পিংলিনা গ্রামের বাসিন্দা। গত বছর সেনাতে ভর্তি হয়েছিল ওই যুবক, কিন্তু ছুটিতে বাড়িতে আসার পর আর সেনা ইউনিটে ফিরে যায়নি। আর তারপর সেনা তাঁকে পলাতক ঘোষণা করে। ওই যুবক জম্মু কাশ্মীর পুলিশের এসপিও এর পদে নিযুক্ত হয়েছিল।
Jammu and Kashmir: A 25-year old man has been shot dead by terrorists outside his house at Pingleena village in south Kashmir’s Pulwama. A joint team of Army and SOG has launched a cordon and search operation in the area to nab the assailants. pic.twitter.com/b9JxFzgDHz
— ANI (@ANI) March 13, 2019
পুলিশের আধিকারিক জানান, পুলওয়ামার পিংলিনা গ্রামের বাসিন্দা সেনার জওয়ান সাজ্জাদ আহমেদ নায়েককে বুধবার সকালে তাঁর বাড়ির বাইরে জঙ্গিরা গুলি করে হত্যা করে।
ওই যুবক ১৫ জানুয়ারি ২০১৮ সালে সেনার জম্মু কাশ্মীর Light infantry ব্যাটালিয়নে ভর্তি হয়েছিল। ১৪ সেপ্টেম্বর ২০১৮ সালে সে ছুটিতে বাড়িতে এসে আর সেনার ক্যাম্পে যায়নি। আর এরজন্য সেনা তাঁকে পলাতক ঘোষণা করেছিল।
এই ঘটনার খবর পেয়েই সিআরপিএফ আর পুলিশ গোটা এলাকার ঘেরাবন্দি করে জঙ্গিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করে দেয়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2UyTn99
Bengali News