বিট্টা কারাটে, ইয়াসিন মালিক এর মত অনেক কাশ্মীরি গদ্দারদের বিরুদ্ধে প্রমাণ ছিল। কাশ্মীরি হিন্দুদের নরসংহার, ভারতীয় সেনাদের হত্যার সাথে জড়িত অনেক প্রমাণ। কিন্তু কংগ্রেস সরকারের সময় এদের সমস্ত দোষ মাফ করে দেওয়া হয়েছিল। সবাইকে ক্লিনচিট দিয়ে অপরাধের সমস্ত ফাইল বন্ধ করে দেওয়া হয়েছিল।
ইয়াসিন মালিক ১৯৯০ সালে পাঁচ জন বায়ুসেনার জওয়ানের হত্যার দোষী ছিল। আর তাঁর বিরুদ্ধে অনেক প্রমাণ ও ছিল, কিন্তু কংগ্রেস আমলে তাঁর সমস্ত দোষ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছিল। এই মামলা এখন ৩০ বছর পুরানো। সিবিআই জম্মু কাশ্মীর হাইকোর্টে কেস ট্র্যান্সফার করার আবেদন জানিয়েছে। আবার এই মামলার ফাইল খোলা হবে।
Huge. CBI all set to reopen the 30 year old case against terrorist turned radical separatist Yasin Malik in the Rubiya Saeed kidnapping case and killing of four Indian Air Force Officers in Kashmir. CBI has filed transfer application in court of J&K Chief Justice Gita Mittal. pic.twitter.com/uBmv4UGFbT
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) March 7, 2019
১১ মার্চ এই মামলার শুনানি হবে, সিবিআই রুবিকা সাইদ এর অপহরণ মামলার ও তদন্ত করবে। ওই মামলাতেও ইয়াসিন মালিক দোষী ছিল। ওই মামলাকেও বন্ধ করে দেওয়া হয়েছিল! কিন্তু এবার মোদী রাজে সমস্ত ফাইল আবার খুলছে।
যতদিন কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। ততদিন ইয়াসিন মালিককে মনমোহন সিং এর বাড়িতে দেখা যেত। তাঁর বিরুদ্ধে সমস্ত রকম অভিযোগকে উঠিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এবার মোদী রাজে এসব অপরাধীদের উল্টো দিন শুরু হল।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2CaVfxq
Bengali News