লোকসভা ভোট আসতেই রাজ্যের চারিদিকে তৃণমূল ছাড়ার হিড়িক পরে গেছে। কর্মী সমর্থকেরা তো তৃণমূল ছাড়ছেই নেতারাও তৃণমূল ছেড়ে নাম লেখাচ্ছে বিজেপিতে। লোকসভা ভোটের ঘোষণা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বহু কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে নাম লিখিয়েছেন বিজেপিতে। তাছাড়াও ১ সাংসদ এবং দুই বিধায়ক তৃণমূলের সঙ্গ ত্যাগ করে যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে।
আর সেই ক্রমেই এবার ঝাড়গ্রাম জেলায় তৃণমূলে বড়সড় ভাঙন দেখা গেলো। ঝাড়গ্রাম জেলার অন্তর্গত “বেলপাহাড়ি মন্ডল”এর কার্যালয় আজকে উদ্ভোধন করলেন মাননিয় জেলা সভাপতি শ্রী সুখময় শতপথি।এবং এই উদ্বোধন অনুষ্ঠানে বেলপাহাড়ি মন্ডলের নেতৃত্বে বিজেপি তে প্রায় ৫০০ জনের অধিক তৃনমূল কর্মী যোগদান করলেন।
এই উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজীব মণ্ডল, চিন্ময় মণ্ডল এবং বিনপুর বিধানসভা এলাকার বিজেপি নেতারা। এই অনুষ্ঠানে বেলপাহাড়ি ব্লকের তৃণমূল নেতা সুনীল হেমব্রম, নবীন সরেন ও নেতাজি সিং এর নেতৃত্বে ৫০০ সক্রিয় তৃণমূল কর্মী যোগ দেন বিজেপিতে। নতুন বিজেপি সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম বিজেপি সভাপতি সুখময় শতপথি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2CpfGGX
Bengali News