জঙ্গি সংগঠন জৈশ এ মহম্মদ এর প্রধান মাসুদ আহাজারকে গ্লোবাল টেররিস্ট ঘোষণা করার চেষ্টায় চীন আবার নাক গলাল। আর এরপর কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী নরেন্দ্র মোদী সরকারকে অনৈতিক আক্রমণ করেন। ওনার মতে এটা মোদীর ‘বিফল বিদেশ নীতির” ফল।
আবার তিনি চীনের পক্ষ নিয়ে একটি টুইট করেন। উনি বলেন, ‘চীনের রাষ্ট্রপতির কাছে মোদী কমজোর। আর চীনের রাষ্ট্রপতি কে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।” দেশের নেতা হয়ে চীনের অনৈতিক কাজের বিরোধিতা না করে উল্টে উনি দেশের প্রধানমন্ত্রীকেই আক্রমণ করেন।
আরেকদিকে রাহুল গান্ধীর টুইটের জবাবে পাল্টা টুইট করে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি রাহুলের টুইটকে রিটুইট করে লেখে, ‘ UNSC চীন থাকতই না যদি আপনার ‘নানা” চীনকে উপহার না দিত। ভারত আপনাদের পরিবারের সমস্ত ভুল কে শুধরাচ্ছে। আপনি আশ্বস্ত থাকুন যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই যুদ্ধ জিতবে। আপনি এসব প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিন, আর লুকিয়ে লুকিয়ে চীনের দূতদের সাথে দেখা করুন।”
The original mistake, both on Kashmir and China, was committed by the same person.
— Arun Jaitley (@arunjaitley) March 14, 2019
আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি ভারতের প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুকে প্রস্তাব দিয়ে বলেন, ‘আপনারা সংযুক্ত রাষ্ট্রের সদস্য, তবে আমরা চাই আপনারা সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদের ও সদস্য হন।” উনি এও বলেন যে, ভারত একটি গণতান্ত্রিক দেশ আর একটি গণতান্ত্রিক দেশই সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদের জন্য যোগ্য।
Pt. Nehru’s infamous letter to Chief Ministers’ dated August 2, 1955 states “Informally, suggestions have been made by the United States that China should be taken into the United Nations but not in the Security Council, & that India should take her place in the Security Council.
— Arun Jaitley (@arunjaitley) March 14, 2019
কিন্তু এখনকার মত তখনও কংগ্রেস আর দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু চীন প্রেমী ছিলেন। আর সেই জন্য তখন উনি ভারতকে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদের সদস্য না করে, চীনকে দান করে দিয়েছিলেন সেই সদস্যতা!
আর সেইদিন যদি এই কাজ না করতেন, তাহলে ভারতের পরিস্থিতি আজ আলদা হত। আজাহার মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য আজ চীনের ভরসায় থাকতে হত না ভারতের। সেদিন যদি নেহেরু মেহেরবান না হতেন, তাহলে আজ চীন ও পেহেলবান হত না।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2T59MR1
Bengali News