মোদী সরকারের পাঁচ বছর পূর্ণ হয়েছে, আর সেই নিয়ে লোকাল সার্কেল একটি অনলাইন সমীক্ষা করেছে। সেই সমীক্ষায় মানুষের কাছে মোদী সরকারের কাজ নিয়ে রায় চাওয়া হয়েছে। সমীক্ষা অনুযায়ী ৭৫ শতাংশ মানুষের মনের মত কাজ করেছে মোদী সরকার। তাছাড়াও মোদী সরকারের প্রকল্প নিয়ে মানুষের কাচ্ছে জিজ্ঞাসা করা হলে, ৮০ শতাংশ মানুষ মোদী সরকারের প্রকল্পের গুণগান করেছে।
লোকাল সার্কেলের CEO সচিন তপরিয়া জানিয়েছে যে উনি ফ্রেব্রুয়ারি মাসের ৩ সপ্তাহে এই সার্ভে করিয়েছেন। আর সেই সমীক্ষা অনুযায়ী ৮৫ শতাংশ মানুষ মোদী সরকার তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছে জানিয়েছে। তাছাড়াও ৩০ শতাংশ মানুষ বলেছে মোদী সরকার আশার থেকেও ভালো কাজ করেছে।
আপনাদের জানিয়ে রাখি, এই সমীক্ষায় মূল্যবৃদ্ধি, রোজগার, সার্জিক্যাল স্ট্রাইক আর মোদী সরকারের প্রকল্পের ব্যাপারে মানুষের কাছ থেকে তাঁদের মত নেওয়া হয়েছে।
সচিন জানান, বেকারত্ব নিয়ে বিরোধীরা মোদী সরকারের উপর প্রশ্ন তুলতে পারে। মূল্যবৃদ্ধির মামলায় ৬৪ শতাংশ মানুষ জানিয়েছে মোদী সরকারের আমলে দেশে মূল্যবৃদ্ধি কমেছে। সার্জিক্যাল স্ট্রাইক ২.০ এর পর মানুষের মধ্যে মোদী সরকারের জন্য শ্রদ্ধা আরও বেড়েছে। আর এরপরেই অনেক মানুষ মোদী সরকারের উপর নতুন করে ভরসা দেখাচ্ছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2H3wHL5
Bengali News