যুদ্ধে শুধু একতরফা জয় হয়না এটা সবাই জানে। যুদ্ধে ক্ষতি হবেই এটাও সবার জানা। আজ পাকিস্তানি সেনার এফ-১৬ বিমান ভারতীয় সীমার দিকে অগ্রসর ছিল, সেটিকে আটকানোর জন্য মিগ-২১ নিয়ে উইং কম্যান্ডার অভিনন্দন মিশ্রা দ্বায়িত্ব নেন।
পাকিস্তানি জেটকে উনি ধ্বংস করলেও, ওনার বিমান ও ক্ষতিগ্রস্ত হয়। আর তাঁর ফলে উনি এখন পাকিস্তানের হাতে বন্দি। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন যুদ্ধ বন্দিকে ১০ দিনের মধ্যে অক্ষত অবস্থায় তাঁর দেশের হাতে তাকে তুলে দিতে হয়। আর বন্দি অবস্থায় যাতে তাঁর উপর কোন অত্যাচার না করা হয়, সেটাও দেখতে হবে।
উইং কম্যান্ডারকে যেকোন মতেই অধিকতম ১০ দিনের মধ্যে ভারতের হাতে তুলে দিতে বাধ্য থাকবে পাকিস্তান। আর পাকিস্তান যদি এটা না করে, তাহলে ভারতের কাছে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্মতি চলে আসবে। আর এরফলে তখন পাকিস্তানের সবথেকে বড় মিত্র দেশ চীন ও পাকিস্তানকে সাহাজ্য করতে পারবে না।
আজ জেনারেল বিপিন রাওয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন। যদি পাকিস্তান উইং কম্যান্ডার অভিনন্দন মিশ্রাকে ভারতের হাতে না তুলে দেয়, তাহলে ভারতের কাছে সর্বশক্তি দিয়ে পাকিস্তানের উপর হামলা করার ক্ষমতা চলে আসবে। আর এই দুনিয়ায় পাকিস্তানের আর কোন নাম থাকবেনা।
আজ পাকিস্তানের হাতে বন্দি হওয়ার পরেও উইং কম্যান্ডার অভিনন্দন মিশ্রার মনোবল নষ্ট হয়ে যায়নি। পাকিস্তানিরা ওনার উপরে অত্যাচার করলেও, উনি ছাতি উঁচু করে দাঁড়িয়ে পাকিস্তানিদের সামনা করেছেন। এমনকি পাকিস্তানিরা ওনার মিশন জানতে চাইলে, উনি কিছুই বলবেন না বলে জানিয়েছেন। এটাই হল আমাদের বীর সেনা। আমরা কোন সময় মাথা নীচু করতে শিখিনি।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2SqPZew
Bengali News