আজমেরের এক নবজাতক শিশুর নাম তাঁর মাতা-পিতা ‘মিরাজ” রাখল। বায়ুসেনার পরাক্রমকে স্যালাম জানাতেই নবজাতকের নাম মিরাজ রেখেছে ওই দম্পতি। ভারতীয় বায়ুসেনার প্রাক্তন জওয়ান তাঁর নিজের ভাইয়ের ছেলের নাম মিরাজ ফাইতার বিমানের নামে রেখেছে, তাঁর কারণ হল বায়ু সেনা সীমান্ত পেড়িয়ে শত্রুদের ধ্বংস করেছে।
মঙ্গলবার সকালে যখন ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট মিরাজ দিয়ে জঙ্গিদের ক্যাম্পে হামলা করা হয়েছিল, তখন রাজস্থানের নাগৌর জেলার ডাবড়া গ্রামের বাসিন্দা মহাবীর সিং এর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন বালাকোটে ৩ঃ৫০ মিনিটে ফাইটার বিমান তাঁদের ধ্বংসলীলা চালাচ্ছিল, তখন হাসপাতালে মহাবীর সিং এর পরিবারে পুত্র সন্তানের জন্ম হয়। মহাবীর সিং তাঁর পুত্রের জন্মের খবর তাঁর ভাই ভুপেন্দ্র সিংকে দেন। ভুপেন্দ্র সিং ভারতীয় বায়ুসেনার কর্মী।
মহাবীর সিং এর এক ভাই ভুপেন্দ্র সিং নৈনীতালে ভারতীয় বায়ুসেনার জওয়ান। আর ওনার আরেক ভাই শ্রবণ সিং ভারতীয় সেনা থেকে রিটায়র হয়ে জনসেবা করছেন। ফৌজি পরিবারে জন্ম নেওয়ার জন্য পরিবারে আসা নবজাতকের নাম এয়ার স্ট্রাইকে পরাক্রম দেখানো ফাইটার প্লেন মিরাজ এর নামে রাখার সিদ্ধান্ত নেয়। নবজাতকের নাম মিরাজ সিং রাঠৌড় রাখা হয়েছে।
পরিবার জানায়, তাঁদের ভাইয়ের ছেলে মিরাজ সিং রাঠৌড় আমাদের বারবার ভারতীয় বায়ুসেন্র পরাক্রমের কথা মনে করিয়ে দেবে। আমাদের আশা এটাই যে, এও বড় হয়ে সেনাতে যুক্ত হয়ে দেশের সেবা করবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2tGlHKE
Bengali News