গণতন্ত্রে এর থেকে মারাত্মক ছবি আর কোনটা হতে পারেনা। রাজ্যের মুখ্যমন্ত্রী এক দুর্নীতি গ্রস্ত অফিসারকে বাঁচানর জন্য সাংবিধানিক সংস্থার উপরেই হামলা করে দিলেন। আর তারপর মুখ্যমন্ত্রী ওই দুর্নীতিগ্রস্ত অফসারকে বাঁচানর জন্য নিজে ধর্নায় বসে গেলেন। আর যেই পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তিনিও মুখ্যমন্ত্রীর সাথে ধর্নায় বসে গেলেন।
আপনি এই ছবিতে জাকে দেখতে পারছেন, তাঁর নাম রাজীব কুমার, উনি ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার আর কলকাতা পুলিশের কমিশনার। এবার আপনি নিজেই বিচার করুন যে এই ব্যাক্তি আদৌ কি সংবিধান মানেন? আর উনি কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দলের ক্যাডার?
উনি আইপিএস অফিসার না তৃণমূলের লোক সেটা এই ছবি দেখে বলা মুশকিল। একজন সরকারী অফিসার, একজন নেতার সাথে কি করে ধর্নায় বসে? মমতা ব্যানার্জী এমন এক নেত্রী যিনি নিজেকে চরম ধর্মনিরপেক্ষ বলে ডঙ্কা বাজান। আর তিনি ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের বুলি আওড়ান।
কিন্তু এখানে আপনি নিজেই দেখতে পাবেন যে মমতা ব্যানার্জীর শাসনে পশ্চিমবঙ্গের গণতন্ত্র কেমন। এরাজ্যে এক দুর্নীতিগ্রস্ত সরকারী অফিসার নিজেকে বাঁচানর জন্য মুখ্যমন্ত্রীর সাথে ধর্নায় বসে গেছেন!
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2DQKl17
Bengali News