CBI কে হেনস্তা করে কলকাতায় হিটলারি শাসন জারি করার স্বপ্ন দেখেছিল মমতার সরকার। কিন্তু মমতার সেই সপ্নে রীতিমত জল ঢেলে দিয়েছে কেন্দ্র সরকার। আসলে পশ্চিমবঙ্গে চিটফান্ডের যে দুর্নিতি হয়েছিল তার উপর তদন্তের জন্য আদালতের নির্দেশমতো CBI রাজীব কুমারের বাড়ির সামনে হাজির হয়েছিল কিন্তু মমতা সংবিধান অমান্য করে কলকাতা পুলিশকে CBI এর বিরুদ্ধে ব্যাবহার করা। কলকাতা পুলিশকে গুন্ডাবাহিনীর মতো ব্যাবহার করে CBI এর মতো উচ্চপদস্ত আধিকারিকদের জোরজবস্তি আটক করে।
শুধু এই নয় মমতার পুলিশ অধিক মাত্রায় গিয়ে কলকাতার CBI দপ্তরও ঘিরে ফেলেছিল। তবে মোদী কয়েক ঘণ্টার মধ্যে একশন শুরু করে দেয়। কেন্দ্র সরকার বিশেষ বিশেষ স্থানে CRPF নামিয়ে দেয় যারপর মমতার সরকারের অবস্থা খারাপ হয়ে পড়ে। কেন্দ্র সরকার CBI দপ্তরের সামনেও CRPF নামিয়ে দেয় যারপর কলকাতার বিধাননগর পুলিশ স্থান থেকে পলায়ন করে।
মোদী সরকার CRPF নামানোর সাথে সাথে কলকাতার পুলিশ আটক করা ৫ জন CBI আধিকারিককেউ ছাড়তে বাধ্য হয়। মমতার হিটলারী শাসন যে CBI এর উপর প্রয়োগ করা যাবে না তার ইঙ্গিত পাওয়া গেছে মোদী সরকারের থেকে। এবার কেন্দ্রীয় সেনা নিয়েই CBI বাকি তদন্ত চালাবে বলে খবর পাওয়া গেছে।বেশি বাড়াবাড়ি হলে মমতার ক্ষমতা শেষ করে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
জানিয়ে দি এই ঘটনা নিয়ে মোদী সরকার খুবই সচেতন হয়ে রয়েছে। কলকাতা পুলিশ ও মমতার সরকার যাতে হিটলারী শাসন জারি করতে না পারে তার জন্য সরকার CRPF দের নিযুক্ত করে কড়া লক্ষ রাখার নির্দেশ দিয়েছে। যদিও তৃণমূলের গুন্ডাবাহিনী রেল অবরোধের মতো ঘটনা ঘটাবার প্রস্তুতি নিচ্ছে। যদিও এই সমস্ত কিছু নিয়ে বাংলার তথাকথিত মিডিয়া বহু খবর গোপন করেই চলেছে। রীতিমত মমতার দালালি শুরু করেছে বাংলার বিশেষ কিছু মিডিয়া।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GlttBd
Bengali News