তদন্তে সহযোগিতা না করা, আদালতের অবমাননা করা এবং সিবিআই কর্তাদের হেনস্থা করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সোমবার সকালে আদালতের কাজ শুরু হওয়া মাত্রই সিবিআই এর তরফ থেকে মামলা দায়ের করেন সিবিআই এর আইনজীবি।
সিবিআই এর করা আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘ কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে যদি তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ থাকে, তাহলে সেগুলো আদালতে পেশ করুন। ওর বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণিত হলে, এমন ব্যাবস্থা নেব যে আজীবন পস্তাবে”
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2MPsxGq
Bengali News