লোকসভা ভোটের আগে নিজের ঘর গুছিয়ে নিচ্ছে বিজেপি। একদিকে কেন্দ্রীয় নেতৃত্ব এরাজ্যকে পাখির চোখ করে ২২ প্লাস আসনের লক্ষ্য রেখছে। আরেকদিকে রাজ্যের নেতা নেত্রীরাও নির্বাচনের আগে নিজেদের চরম সক্রিয় করে ফেলেছেন। আর তাঁর জন্যই রাজ্য জুড়ে বিজেপির দাপট দিন দিন বেড়েই চলেছে।
কেন্দ্রীয় নেতৃত্ব এখন ঘন ঘনই রাজ্যে এসে জনসভা করছেন। তাছাড়াও বিজেপির বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এরাজ্যে এনে সভা করানো হচ্ছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ আর স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং ছাড়াও এরাজ্যে একের পর এক সভা করতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রবিবার কেশিয়াড়ি ১ নং ব্লকের ঘৃতগ্রাম অঞ্চলে বিজেপির পক্ষ থেকে পথসভা ও মিছিলের আয়োজন করা হয়েছিল। ওই সভায় উপস্থিত ছিলে পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি সভাপতি সমিত দাস এবং বিজেপির অনান্য নেতা নেত্রীরা। ওই সভাতে সিপিএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৫০০ জন কর্মী সমর্থক। লোক সভা ভোটের আগে বিজেপির জন্য এটা বড় খুশির কারণ হয়ে দাঁড়াল।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2RDNYLs
Bengali News