প্রথমে গণতন্ত্র বাঁচাও যাত্রা, তারপর অমিত শাহ-এর সভায় হেলিকপ্টার নামার অনুমতি নিয়ে গরিমসি। আবার কেন্দ্রীয় মন্ত্রীর সভা হেলিকপ্টার নামার অনুমতি না দিয়ে বানচালের চেষ্টা। প্রধানমন্ত্রীর ঠাকুরনগরের সভার অনুমতি নিয়ে টালবাহানা করার পর। এবার যোগী আদিত্যনাথের ভয়ে ওনার সভা বন্ধ করছে মমতা ব্যানার্জীর নেতৃত্বে থাকা তৃণমূল সরকার।
আরও পড়ুনঃ ব্রেকিং খবরঃ মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন আইপিএস অফিসার ভারতী ঘোষ
গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বালুরঘাট ও রায়গঞ্জের সভা বাতিল করেছে মমতা সরকার। বালুরঘাটে বিমান বন্দর থাকার পরেও সেখানে যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি প্রশাসন। এর ফলে যোগী আদিত্যনাথ অভিনব প্রথা অবলম্বন করে মোবাইলের মাধ্যমে জনসভায় বক্তব্য রাখেন।
মোবাইলের মাধ্যমে জনসভায় বক্তৃতা দেওয়ার সময় যোগী আদিত্যনাথ মমতা ব্যনার্জির সরকারকে অগণতান্ত্রিক এবং অরাজকতার সরকার বলে আখ্যা দেন। এমনকি তিনি এও বলেন যে, আমাকে ভয় পেয়েই মমতা ব্যানার্জী আমাকে সভা করার অনুমতি দিচ্ছেনা।
হেলিকপ্টার নামার অনুমতি না দেওয়ার থেকে আরেকধাপ এগিয়ে গিয়ে গতকাল রায়গঞ্জে যোগী আদিত্যনাথের সভা স্থলে জল দিয়ে মাঠ বোঝাই করার ও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যোগী আদিত্যনাথের আপ্ত-সহায়কের সাথে কথা বললে উনি জানান, ‘যোগীর জনপ্রিয়তাকে ভয় পেয়েই রাজ্যে সভা করতে দিচ্ছে না মমতা ব্যানার্জী”
এত কিছুর পর এবার আগামীকাল যোগী আদিত্যনাথের বাঁকুড়ার সভাও বাতিল করে দিলো প্রশাসন। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আগামীকাল বাঁকুড়াতে যোগী আদিত্যনাথের হেলিকপ্টার নামার অনুমতি দেয়নি প্রশাসন। আর এর জন্যই যোগী আদিত্যনাথের বাঁকুড়া সভা বাতিল করা হয়েছে।
তবে এর মধ্যে সুখবর হল, আগামীকাল পুরুলিয়ায় হেলিকপ্টার নামার অনুমতি না মিললেও ওখানে সভা করবেনই যোগী আদিত্যনাথ। কারণ পুরুলিয়ায় হেলিকপ্টার নামার অনুমতি না দিলে, পাশের রাজ্য ঝাড়খণ্ডে নামবে যোগীর হেলিকপ্টার। আর সেখান থেকেই সড়কপথে উনি পুরুলিয়ায় এসে সভা করবেন।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2t6jlEK
Bengali News