লোকসভা নির্বাচনের অফ এমন অনেক খবর সামনে আসছে যা পুরো রাজনৈতিক মহলকে কাঁপিয়ে তুলেছে। কিছু সপ্তাহ আগেই কংগ্রেস ৩ টি রাজ্যে সরকার বানিয়ে রাজনৈতিক মহলে উঠালপাথাল ধরিয়ে দিয়েছে। কিন্তু এখন প্রায় দিন ওই তিন রাজ্য থেকে এমন খবর সামনে আসছে যা কংগ্রেস শাসিত রাজ্যের শাসন প্রশাসনের আসল রূপ পর্দাফাঁস করছে। আজও কংগ্রেস শাসিত রাজ্য থেকে হতাশ করার মতো খবর সামনে এসেছে। প্রাপ্ত খবর অনুযায়ী, কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ রাজ্যের এক দাপুটে নেতাকে সাতসকালে হত্যা করে দেওয়া হয়েছে। বিজেপি নেতা সকালবেলা মর্নি ওয়ালকের জন্য বেরিয়েছিলেন কিন্তু উনি এটা বুঝতে পারেননি যে এটাই তার শেষ সকাল হবে।
বিজেপি নেতার লাশ হাঁটা পথের পাশে এক মাঠে পাওয়া গেছে। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতার উপর পাথর ছুঁড়ে আক্রমণ করা হয়েছিল। এই ঘটনা সিন্ধাভা জেলায় ঘটিত হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে বলে সূত্ররের খবর।বালোবাদী বিজেপি মন্ডলের সভাপতি মনোজ ঠাকরে সকাল সকাল হাঁটা দিয়েছিলে কিন্তু উনার উপর পাথর ছুঁড়ে উনাকে হত্যা করে দেওয়া হয়। মনোজ ঠাকরের লাশের কাছে থেকে পাথর পাওয়া গেছে যেখানে রক্তও লেগে ছিল বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার পর এলাকার মানুষের মধ্যে ক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। কিছুজন মধ্যপ্রদেশের শাসন প্রশাসন নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে।এই ঘটনা বিজেপি মহলেও শোকের ছায়া নিয়ে এসেছে। বিজেপির বড় বড় নেতার মনোজ ঠাকরের হত্যার জন্য সরাসরি কংগ্রেসকে দায়ী করেছে।
মনোজ ঠাকরের পরিবারের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করেছেন বিজেপি নেতারা। মধ্যপ্ৰদেশের জনতার বক্তব্য যদি একজন নেতাকে দিনের বেলায় খুন করে দেওয়া হয় তাহলে সাধারণ জনগণের জন্য কি সুরক্ষা ব্যাবস্থা রয়েছে রাজ্য সরকারের কাছে।জানিয়ে দি, মধ্যপ্রদেশে এখন ১৯৮৪ সালের শিখ হত্যাকারী কমলানাথ মুখ্যমন্ত্রী পদে বসেছে। কমলনাথ ক্ষমতায় আসার আগেই তার এক গোপন ভিডিও ফাঁস হয়েছিল যেখানে উনি বলেছিলেন যে ক্ষমতায় এলে বেছে বেছে বিজেপি ও RSS কার্যকর্তাদের দেখে নেওয়া হবে। এখন সেই কথামত কাজ শুরু হয়েছে বলে অনুমান করছে প্রদেশের জনতা। মাত্র দুই দিন আগে বিজেপির আরেক বড় নেতা প্লহাদ বান্ধয়ারকে খুন করে ফেলা হয়েছে।
এইভাবে লাগাতর বিজেপি নেতাদের খুন রাজ্যের গণতন্ত্রের ছবি স্পষ্ট করে দিচ্ছে যদিও দেশের দালাল মিডিয়া এই নিয়ে কোনো ডিবেট, প্রাইম শো তো দূর একটা খবর পর্যন্ত প্রকাশিত করতে ইচ্ছা প্রকাশ করেনি।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Mlsx0H
Bengali News