ধর্মনিরপেক্ষতা ও উদারতার সুযোগ নিয়ে কট্টরপন্থীরা যেভাবে দাপট দেখাতে শুরু করেছে তা নিঃসন্দেহে ভয়ানক ব্যাপার। সম্প্রতি তথাকথিত ইসলামিক ধর্মগুরু সাজিদ রাশিদি ৪ টে বিয়ে করে ৪০ টি বাচ্চা জন্ম দেয়ার কথা বলেছিলেন এবং বিতর্ক সৃষ্টি করেছিলেন। এখন তিনি আরো একবার আপত্তিজনক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়ছেন। সাজিদ রাশিদি এক ডিবেট অনুষ্ঠানে বসে সরাসরি হিন্দু ধর্মকে গালি দিয়ে দেন। সাজিদ রাশিদি বলেন হিন্দু শব্দটাই একটা গালি। সনাতন ধর্মের পবিত্র শব্দ ‘হিন্দু’ কে অপমান করেন সাজিদ রাশিদি। এর আগে সাজিদ তার অনুগামীদের উদ্দেশ্যে জনসংখ্যা জিহাদ করার উস্কানি দিয়েছিলেন। রাশিদি বলেছিলেন যদি হিন্দু জনসংখ্যাকে ছাপিয়ে যেতে চাও তাহলে ৪ টে করে বিবি করো এবং ৪০ টি বাচ্চা পয়দা করো, দেখাশোনা তো সরকার করবে। তবে এখন এই ইসলামিক ধর্মগুরু যে মন্তব্য করেছেন তা যেকোনো ভন্ডামির সীমা ছাড়িয়ে গেছে।
সাজিদ রাশিদি বলেন কেউ যদি নিজেকে হিন্দু বলে গর্ব অনুভব করে সেটা গর্বের কিছু নয়। হিন্দু একটা গালি হিসেবে ব্যবহৃত হয়। মৌলানা সাজিদ রাশিদি আরো বলেন, তুলসী দাস তার লেখনীতে হিন্দু শব্দকে গালি বলে উক্ত করেছেন। সাজিদ রাশিদির এই মন্তব্যের পর ধর্মের প্রতি নিষ্ঠাবান ব্যাক্তিদের আস্থার উপর চরম আঘাত আসে যদিও দেশের বেশিরভাগ মিডিয়া এই ঘটনার উপর নিশ্চুপ হয়ে থাকে।
কিন্তু সুদর্শন নিউজ এর মত মিডিয়া এই ঘটনার উপর চরম বিরোধীতা জানিয়ে কট্টরপন্থী মৌলানা রাশিদিকে তুলসী দাসের লেখা দেখানোর জন্য দাবি করে। সুদর্দশ নিউজ জানাই, তুলসী দাস কোথায় হিন্দু শব্দকে গালি বলেছেন সেটা মৌলানা প্রমান করুক।
সুদর্শন নিউজ এর এই বিরোধিতায় রীতিমত অস্বস্তিতে পড়ে যায় কট্টরপন্থী মৌলানা সাজিদ রাশিদি। সুদর্শন নিউজ জানায় যদি আপনি হিন্দু শব্দকে গালি না প্রমান করতে পারেন তাহলে ক্ষমা চান, কারণ এটা হিন্দু আস্থার বিষয়। সুদর্শন নিউজের চাপে পরে শেষমেষ ক্ষমা চাইতে বাধ্য হয় কট্টরপন্থী ইসলামিক ধর্মগুরু।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2sRfo6V
Bengali News