কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার এবং ভারতের আরো একটা টুকরো ভেঙে ফেলার জন্য বহুরকমের চাল চালতে থাকে ইসলামিক দেশ পাকিস্থান। যদিও ভারতের গোয়েন্দা সংস্থা, আর্মি ও প্রশাসন পাকিস্থানের সমস্থ রকমের ষড়যন্ত্রকে বার বার বিফল করে দেয়। পাকিস্থান কখনো ভারতে জঙ্গি ঢুকিয়ে আতঙ্কবাদ ছড়ানো চেষ্টা করে আবার কখনো নিয়ম উলঙ্ঘন সীমান্তে ভারতীয় সেনার উপর আক্রমণ করে। শুধু এই নয় ধর্মের নামে ভারতের মুসলিম যুবকদের ব্রেনওয়াস করার চেষ্টাও করে পাকিস্থান। কাশ্মীরকে নিয়ে পাকিস্থানের রণনীতি কি থাকে তা নিয়ে এখন পাকিস্থানের নেত্রী সিরান মাজরি এর কন্যা ইমান মাজরি মুখ খুলেছেন। পাকিস্থান ভারতকে ইসলামের নামে ভাঙতে চাইলেও এখন পাকিস্থান নিজেই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করছে।
এর কারণ পাকিস্থানের দুই প্রান্ত বেলুচিস্তান ও সিন্ধুপ্রদেশ আলাদা দেশের দাবি তুলে আন্দোলন শুরু করেছে। একইসাথে পাকিস্থানের অর্থনীতি দিন দিন খারাপতর হতে চলেছে যার জন্য পাকিস্থান পরিস্থিতির মোকাবিলা করতেও হিমশিম খাচ্ছে। পাকিস্থানের জনগণ তাদের সেনার উপর ক্ষোভ প্রদর্শনও শুরু করেছে কারণ পাকিস্থান নামে সরকারের হলেও আসলে সরকার পাক সেনার হাতের পুতুল হয়ে কাজ করে। এর কারণে জনগণ এবং বিরোধি দলের নেতারাও পাকিস্থানের সেনার উপর নিজেদের ক্ষোভ বর্ষণ করছে।
সম্প্রতি তেহেরিক-ইনসাফ এর নেত্রী সিরান মাজরি এর কন্যা ইমান মাজরি টুইটারে পাকিস্থানের সেনার উপর ক্ষোভ প্রদর্শন করেছেন। কাশ্মীরে শান্তি ভঙ্গ করার জন্য সরাসরি পাকিস্থান সেনাকে দায়ী করেন ইমান মাজরি। কাশ্মীর যুবকদের এবং পাকিস্থানের যুবকদের ব্রেনওয়াস করানোর জন্য জালি স্ক্রিপ প্রচার করা হয়। ভারত বিরোধী, হিন্দু বিরোধী চিন্তাধারা যুবকদের মধ্যে সক্রিয় করে দেওয়া হয় যাতে আতঙ্কবাদ ছড়ানো যায়। এই সমস্থকিছুর জন্য পাকিস্থান সেনার হাত রয়েছে বলে অভিযোগ করেন ইমান মাজরি।
ইমান মাজরি এক ভিডিও পোস্ট করেছিলেন এবং জঙ্গিদের সাথে পাকিস্থানের সরাসরি হাত থাকার কথা বলছিলেন। পাকিস্থানের আর্মি জঙ্গিদের সাথে টাকার আদান প্রদান করে বলেও অভিযোগ তোলেন ঈমান নাজরি। এই রকম সেনা দেশের লজ্জা যারা দেশের সর্বনাশ করে, এরা চিরকাল ভারতীয় সেনার কাছে মার খাবে বলেও মন্তব্য করেন ইমান মাজরি। জানিয়ে দি, পাকিস্থানের জঙ্গি সংগঠনগুলি ভারতকে ইসলামিক দেশ করার জন্য ভরপুর প্রয়াস করে যার জন্য পাক সেনা ও পাক সরকারও সাহায্য করে। এখন পাকিস্থানের এই সমস্ত ষড়যন্ত্রের পর্দাফাঁস করেছেন পাকিস্থানের এক নেত্রী ইমান নাজরি।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2DofAR0
Bengali News