-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মধ্যবিত্তদের দেওয়া পতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী মোদী! ১ বা ২ টো নয়, পুরো ৩৩ টি পণ্যের GST কমালো মোদী সরকার।

- December 23, 2018

কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দেশের একমাত্র জনদরদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় অনুষ্ঠানে যোগ দিয়ে উনি দেশের জনগণের জন্য সুসংবাদ দিয়েছিলেন। অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে, কয়েকটি জিনিসের জিএসটি মূল্য কম করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। জিএসটি কমিয়ে ১৮ শতাংশ করে দেওয়া হবে যেগুলি আগে ২৮ শতাংশ ছিল। জিএসটি কাউন্সিলর সেই পথেই পা বাড়ালেন শনিবার। এদিন জিএসটি কাউন্সিলের ৩১ তম বৈঠকটি অনুষ্ঠিত হয় দিল্লির বিজ্ঞান ভবনে। আর এইদিনের এই বৈঠক থেকেই জিএসটি কাউন্সিলর একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে যে, পরিষেবা কর কমিয়ে দেওয়া হবে ৩৩ টি পণ্যের উপর থেকে।

প্রাপ্ত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুন জেটলি। আর উনার উপস্থিতিতেই এইদিন সব কিছু ঠিক করা হয়। সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরে জিএসটি কাউন্সিলারের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অরুন জেটলি। উনি জানিয়েছেন যে, মাত্র ১ শতাংশ জিনিসের উপর জিএসটি কর ২৮ শতাংশ করা হবে আর সেই পণ্য গুলি হল অত্যন্ত বিলাসবহুল কিছু পণ্য। আর জিএসটি কর ১৮ শতাংশ বা তার থেকেও কম করা হবে বাকি ৯৯ শতাংশ জিনিসের উপর।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী একদিন আরও বেশ কয়েকটি তথ্য তুলে ধরেন। উনি বলেন যে, যেসকল জিনিসের উপর জিএসটি কর কমিয়ে ১৮ শতাংশ করা হল। এরমধ্যে অনেক জিনিসের উপর নিম্নতর কর চাপানো হবে অর্থাৎ মাত্র ৫ শতাংশ কর চাপানো হবে। আর বাকি গুলি করা হবে ১২ শতাংশ। আর নিয়ম চালু হতে চলেছে আগামী বছরের পয়লা জানুয়ারি থেকেই।

ভারতবর্ষে এই জিএসটি কাউন্সিলর গঠন করা হয় ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর। যা দেশজুড়ে লাঘু করা হয় ২০১৭ সালের ১ই জুলাই। আর এই দুই বছরে জিএসটি কাউন্সিলরের বৈঠক হয় ৩০ বার। এই ৩০ টি বৈঠকে আলাদা আলাদাভাবে ৯৭৯ টি সিদ্ধান্ত নিয়েছে জিএসটি কাউন্সিলর সহ কেন্দ্র সরকার।

তবে সূত্রের খবর, দেশের বিলাসবহুল মাত্র ৩৪ টি জিনিসের উপর রাখা হবে ২৮ শতাংশ কর, বাকি সমস্ত জিনিসের উপর থেকে কর কমিয়ে ১৮ শতাংশ বা তার কম করে দেওয়া হবে। এর একটি তালিকাও এইদিন প্রকাশ করা হয়।
#অগ্নিপুত্র



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2PYK6nI
Bengali News
 

Start typing and press Enter to search