-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জলের তোড়ে ফাটল কাল্লা সেতুতে-যোগাযোগ বিচ্ছিন্ন আসানসোল বারাবনির

- October 11, 2017
আসানসোল: প্রবল বৃষ্টি আর জলের তোড়ে ফাটল ধরলো কাল্লা ব্রিজে।ফলে দুর্ঘটনা এড়াতে বুধবার সকাল থেকে যান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন।ওই সেতুর পাশেই রয়েছে ইসিএল এর কাল্লা হাসপাতাল।সেখানে রোগীদের নিয়ে যাওয়ার জন্য ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে।লোহার ব্যারিকেট করে এলাকা ঘিরে রেখেছে পুলিশ।আপৎকালীন ভিত্তিতে ব্রিজ টি মেরামতের চেষ্টা চালাচ্ছেন পূর্ত দপ্তরের কর্মীরা।পিউব্লিউড এর ইঞ্জিনিয়ার অতনু সেন বলেন,'ওখানে আপাতত বলি ভরাট করা হবে তারপর সেতু খুলে সংস্কার করা হবে। এখন সেতু আমরা বন্ধ করিনি পুলিশ প্রশাসন বন্ধ করেছে।' কিন্তু মেরামত নিয়ে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার দের সাথে স্থানীয় ১৪ নম্বর কাউন্সিলার নরেন্দ্র মুর্মুর বিরোধ বাধে।এদিন তিনি ইঞ্জিনিয়ার দের বলেন, 'এখানে ঢালাই করতে হবে,শুধু বলি দিয়ে চলে যাবেন তা হতে দেব না।তাতে দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে?'তিনি আরো বলেন,'উপর থেকে এই ফাটল দেখছি।নিচের অবস্থা তাহলে আরো কতো খারাপ।নদীতে জল থাকায় সেটা তো বোঝা সম্বভ নয়।এই অবস্থায় পিউব্লিউডি যদি শুধু বলি দিয়ে ফাটল ভরাট করে তাহলে বিপদজনক ব্যাপার হবে।সেতুর উপর দিয়ে বাস বা গাড়ি গেলে যদি ব্রিজ ভেঙে তলিয়ে যায় তাহলে কে দায়িত্ব নেবে? এই জন্য ওই এলাকা কংক্রিট করার দাবি জানিয়েছি।
বর্তমান নজরুল ইউনিভার্সিটি ও কাল্লা হাসপাতাল এর মাঝখানে কাল্লা সেতু।অল্প বৃষ্টি হলেই সেতুটি ভেসে যায়।ব্রিজ বন্ধ হওয়াই কাল্লা হাসপাতাল কলোনি,কাল্লা গ্রাম,ব্লু ফ্যাক্টরি,পরিরা,ভানোড়া সহ বিস্তৃণ এলাকার মানুষ এই পথে যাতাযাত করতে পারছে না।বিশ্ববিদ্যলয় যেতে পারছে না পড়ুয়ারা।ব্রিজ বন্ধ থাকায় আসানসোলের সাথে বারাবনির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
 

Start typing and press Enter to search