-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

একদিনের বৃষ্টিতে বিপর্যস্ত আসানসোল-দূর্গাপুর

- October 10, 2017

আসানসোল দুর্গাপুর:একদিনের ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিম বর্ধমান এর জনজীবন।আসানসোল এর রেলপারে গারুই নদীর জল ঢুকছে। ডুবে গিয়েছে, হাজি কদম রসূল স্কুলটি,কল্যাণপুরেও নদী লাগোয়া এলাকায় জল ঢুকেছে।হটন রোডে রাস্তায় এক কোমর জল দাঁড়িয়ে গিয়েছে।৪১ নম্বর ওয়ার্ডে এপিসি মুখোপাধ্যায় রোডে অধিকাংশ বাড়ির নিচের তলায় জল ঢুকেছে। দু নম্বর জাতীয় সড়ক লাগোয়া পাঁচগাছিয়া মোড় জলমগ্ন হওয়ায় জাতীয় সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত ছিল।
রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে জানা গিয়েছে, ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিড়ে গিয়েছে,উপড়েছে বিদ্যুতের খুঁটি।
অন্যদিকে ঝড়ের দাপটে দুর্গাপুর মহকুমা প্রশাসনিক ভবনের সামনে একটা গাছ পড়ে গেলে রাস্তা বন্ধ হয়ে যায়। বৃষ্টি কমতেই পৌরসভা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সেই গাছ কেটে রাস্তা পরিস্কার করে দেন। সিটিসেন্টার এর ডক্টরস কলোনি তে একাধিক গাছ পড়ে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যায়।
মাইকেল কলেজের পশে রাস্তার উপর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ উপলক্ষে যে গেট তৈরি করা হয়েছিল সেটা ভেঙে পড়ে
বেনাচিতি অঞ্চলে সারদা পল্লি, শ্রীনগর পল্লি,৫৪ ফুট এলাকায় জল জমে যায় একাধিক বাড়িতে জল ঢুকে যাওয়ায় বিপাকে বাসিন্দারা। তাদের অভিযোগ এলাকার নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে ফলে বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে।
সব থেকে খারাপ অবস্থা মেনগেট এলাকা এখানে তমাল নালা এলাকা কার্যত জলের তলে চলে গিয়েছে।দুর্গাপুর স্টেশন চত্বরেও জল দাঁড়িয়ে যায়।
দুর্গাপুর মহকুমা শাসক,ডেপুটি মেজিস্ট্রেট ও বিডিও রা এলাকা পরিদর্শন করেন।ত্রিপল বিলি ও জল বন্দি পরিবার গুলি ক রান্না করা খাবার দেওয়া হয়।
 

Start typing and press Enter to search