রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার তরফে জানা গিয়েছে, ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিড়ে গিয়েছে,উপড়েছে বিদ্যুতের খুঁটি।
অন্যদিকে ঝড়ের দাপটে দুর্গাপুর মহকুমা প্রশাসনিক ভবনের সামনে একটা গাছ পড়ে গেলে রাস্তা বন্ধ হয়ে যায়। বৃষ্টি কমতেই পৌরসভা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা সেই গাছ কেটে রাস্তা পরিস্কার করে দেন। সিটিসেন্টার এর ডক্টরস কলোনি তে একাধিক গাছ পড়ে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যায়।
মাইকেল কলেজের পশে রাস্তার উপর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ উপলক্ষে যে গেট তৈরি করা হয়েছিল সেটা ভেঙে পড়ে
বেনাচিতি অঞ্চলে সারদা পল্লি, শ্রীনগর পল্লি,৫৪ ফুট এলাকায় জল জমে যায় একাধিক বাড়িতে জল ঢুকে যাওয়ায় বিপাকে বাসিন্দারা। তাদের অভিযোগ এলাকার নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে ফলে বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে।
সব থেকে খারাপ অবস্থা মেনগেট এলাকা এখানে তমাল নালা এলাকা কার্যত জলের তলে চলে গিয়েছে।দুর্গাপুর স্টেশন চত্বরেও জল দাঁড়িয়ে যায়।
দুর্গাপুর মহকুমা শাসক,ডেপুটি মেজিস্ট্রেট ও বিডিও রা এলাকা পরিদর্শন করেন।ত্রিপল বিলি ও জল বন্দি পরিবার গুলি ক রান্না করা খাবার দেওয়া হয়।