মেক ইন ইন্ডিয়া কে মাথায় রেখে এই দীপাবলি উদযাপন করবে ভারতীয়রা। এটা অনুমান করা হচ্ছে যে এই বছর দীপাবলিতে সাধারণ মানুষ চীনা জিনিস কম ও দেশীয় জিনিস এ বেশি মন জোগাবেন।এসওচাম কর্তৃক পরিচালিত এক সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ কমে যেতে পারে চীনা দ্রব্যএর বিক্রি। এসোসিয়েট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর সাথে এই সার্ভে টা করেছে।এই সমীক্ষা থেকে বোঝা গেছে যে ভারতীয় মানুষদের চীন দ্রব বিরোধী মনোভাব দীপাবলির বাজারে আঘাত হানবে এবং আগের বছরের তুলনায় চীনা দ্রব্যের বিক্রি কমে যাবে প্রায় ৪৫ শতাংশ।
সমীক্ষা অনুযায়ী এর প্রভাব চীনের অলঙ্কার লাইট,রঙ্গোলি, বিভিন্ন মূর্তি সহ অনন্য জিনিসও পড়বে। এছাড়াও চাইনা ইলেকট্রনিক্স ও চাইনা মোবাইলের বিক্রিও হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।
এই সমীক্ষাটি মুম্বাই,দিল্লী,বেঙ্গালুরু,জয়পুর সহ অনেক বড়ো শহর গুলিতে করা হয়েছে যেখানে বোঝা গেছে ভারতীয়রা চীন পণ্যের তুলনায় ভারতীয় পণ্য বেশি কিনতে আগ্রহী।ভারত ও চীনের মধ্যে ডোকালাম নিয়ে যে আলোরণ চলছে তারই ফল চীন কে ভুগতে হবে এবং একটা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হতে হবে চীন কে বলে মনে করা হচ্ছে।
Ei Samay
24 Ghanta
সমীক্ষা অনুযায়ী এর প্রভাব চীনের অলঙ্কার লাইট,রঙ্গোলি, বিভিন্ন মূর্তি সহ অনন্য জিনিসও পড়বে। এছাড়াও চাইনা ইলেকট্রনিক্স ও চাইনা মোবাইলের বিক্রিও হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।
এই সমীক্ষাটি মুম্বাই,দিল্লী,বেঙ্গালুরু,জয়পুর সহ অনেক বড়ো শহর গুলিতে করা হয়েছে যেখানে বোঝা গেছে ভারতীয়রা চীন পণ্যের তুলনায় ভারতীয় পণ্য বেশি কিনতে আগ্রহী।ভারত ও চীনের মধ্যে ডোকালাম নিয়ে যে আলোরণ চলছে তারই ফল চীন কে ভুগতে হবে এবং একটা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হতে হবে চীন কে বলে মনে করা হচ্ছে।
Ei Samay
24 Ghanta