আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় খুব একটিভ এবং সারা বিশ্বে উনাকে সবচেয়ে বেশি লোক অনুসরণ করেন।দীপাবলির দিন উনি যে ছবি শেয়ার করেছিলেন তার ওপর এক একটা মেয়ে এমন মন্তব্য করেছিলেন যে সবার মন নিজেরদিকে আকর্ষিত করেছিলেন।।অবিনিকিতা নামের একটা মেয়ে মোদী কে লিখেছিলেন স্যার আপ বহত পাতলে হো গেয়ে হ্যায় আপনা ধাইয়ান রাখিয়ে।মিঠাই খানে মে কঞ্জুসি না কারে অর্থাৎ আপনি অনেক পাতলা হয়েগেছেন, শরীরের খেয়াল রাখুন,মিষ্টি খেতে কঞ্জুসি করবেন না।
উনার টুইটার এর জবাব অনেক মানুষ পছন্দ করেন এবং অনেকে শেয়ারও করেছেন।