-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ট্যুইটারে এক মেয়ে মোদীজিকে বলল " আপনি অনেক পাতলা হয়ে গেছেন , নজর দিন " আর উত্তরে মোদীজি বললেন.....

- October 22, 2017

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একজন ব্যাক্তি যিনি ভারতবর্ষের মানুষের সাথে খুবই গভীরভাবে যুক্ত। মন কি বাত হোক বা কোনো সভায় ভাষণ হোক উনার ধরণ একটু আলাদা।দেশের তরুণদের নিয়ে উনি খুব উৎসাহিত থাকেন,যার কারণে উনার সভায় তরুণরা একটা বড় সংখ্যাই উপস্থিত থাকে।সম্প্রতি,দীপাবলিতে প্রধানমন্ত্রী যখন দেশের সেনাবাহিনীর সৈন্যদের সাথে দেখা করতে গিয়েছিলেন তখন তিনি কিছু ছবি টুইটআর এ শেয়ার করেছিলেন।
আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় খুব একটিভ এবং সারা বিশ্বে উনাকে সবচেয়ে বেশি লোক অনুসরণ করেন।দীপাবলির দিন উনি যে ছবি শেয়ার করেছিলেন তার ওপর এক একটা মেয়ে এমন মন্তব্য করেছিলেন যে সবার মন নিজেরদিকে আকর্ষিত করেছিলেন।।অবিনিকিতা নামের একটা মেয়ে মোদী কে লিখেছিলেন স্যার আপ বহত পাতলে হো গেয়ে হ্যায় আপনা ধাইয়ান রাখিয়ে।মিঠাই খানে মে কঞ্জুসি না কারে অর্থাৎ আপনি অনেক পাতলা হয়েগেছেন, শরীরের খেয়াল রাখুন,মিষ্টি খেতে কঞ্জুসি করবেন না।


                  মোদীজির নিজের ব্যাস্ততার মধ্যেও এই টুইটটি পড়েন এবং প্রতিক্রিয়াও দেন।


  উনার টুইটার এর জবাব অনেক মানুষ পছন্দ করেন এবং অনেকে শেয়ারও করেছেন।
 

Start typing and press Enter to search