নয়া দিল্লিঃ তামিলনাড়ুর কুন্নুরে ভারতীয় সেনার বিমান দুর্ঘটনায় দেশের প্রথম চীফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং ওনার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট ১৩ জন যাত্রী প্রয়াত। আবহাওয়া খারাপ এবং লো ভিজিবিলিটির কারণে বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছিল। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার থেকে ১৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে একজন মহিলারও দেহ ছিল।
তামিলনাড়ুর নীলগিরি জেলার কুন্নুরে বুধবার বড়সড় এক দুর্ঘটনা ঘটে গেল। ভারতীয় বায়ুসেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে (Indian Air Force Helicopter Crashes) সেখানে। ওই হেলিকপ্টারে চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) ওনার স্ত্রী সমেত অনেক সেনা আধিকারিক সওয়ার ছিলেন। ওনারা একটি অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।
হেলিকপ্টারটি তামিলনাড়ুর নীলগিরি জেলায় দুর্ঘটনার শিকার হয়েছে। রিপোর্ট অনুযায়ী, হেলিকপ্টারটি বায়ুসেনার সুলুর বিমানঘাঁটি থেকে ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেজ কলেজে যাচ্ছিল। তখনই মাঝপথে সেটি দুর্ঘটনার শিকার হয়। হেলিকপ্টার ক্র্যাশ হওয়ার পর ঘটনাস্থল ধুয়োয় ঢেকে যায়। হেলিকপ্টারটি একটি ফরেস্ট এলাকায় ভেঙে পড়েছে।
The post জীবন যুদ্ধে হার মানলেন বিপিন রাওয়াত, হেলিকপ্টার দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ first appeared on India Rag .from India Rag https://ift.tt/3pFJozo
Bengali News