বিপিন রাওয়াতের মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারতবাসী। কিভাবে বিশ্বের অত্যাধুনিক হেলিকপ্টার আগুনের গোলায় পরিণত হয়ে বিপিন রাওয়াত দুর্ঘটনার শিকার হতে পারে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। দেশ নিজের বীর সৈন্য অফিসারদের সেই সময় হারিয়েছে যখন ভারত একটা মহা সেনাশক্তি হিসেবে উঠতে শুরু করেছে তথা ভারত যখন পাকিস্তানকে ঘরে ঢুকে মারার শক্তি প্রদর্শন করেছে।
একই সাথে ভারত চীনের অহংকারকে দমিয়ে বিশ্বকে যখন বিকল্প হিসেবে বেছে নিতে বাধ্য করেছে ঠিক সেই সময় ভারত দেশ বীরপুত্রদের হারিয়েছে। এই পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে সুরক্ষা বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি এমন কিছু তথ্য তুলে ধরেছেন যা সকল ভারতবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।
ব্রহ্মা চেলানি বলেছেন, ” চীনের বিস্তারবাদী নীতির খোলাখুলি বিরোধ করেছিল ভারত ও তাইওয়ান। এত এই দুই দেশের আর্মির উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু প্ল্যান ক্র্যাশে হয়েছে।” ব্রহ্মা চেলানি আরো বলেন, এটা শত্রু দেশের ষড়যন্ত্র হতেও পারে।
জানিয়ে দি, বিপিন রাওয়াত চীনের বিরুদ্ধে একজন পাবলিক মুখ হিসেবে পরিচিত হয়েছিলেন। প্ল্যান ক্র্যাশের দুর্ঘটনা সত্য নাকি ষড়যন্ত্র তা তদন্তের পর সমানে আসবে। তবে আপাতত দেশের জনগণের মনের কোনে একটা আশঙ্কা তৈরি হয়েছে তা স্পষ্ট।
The post দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র! হেলিকপ্টার ক্র্যাশ নিয়ে চমকে দেওয়া তথ্য তুলে ধরলেন সুরক্ষা বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি first appeared on India Rag .from India Rag https://ift.tt/3lRli3N
Bengali News