অবশেষে স্বপ্নপূরণ শরিয়তপন্থী তালিবানের। শেষ পর্যন্ত ঘোষণা করা হল তালিবান মন্ত্রিসভা। পঞ্জশির দখলের পর মঙ্গলবার রাতে ক্যাবিনেট সদস্যদের তালিকা প্রকাশ করেছে তালিবান। আফগানভূমের তালিবান রাজত্বে প্রধানমন্ত্রীর পদে বসছে মহম্মদ হাসান আখুন্দ। ডেপুটি প্রধানমন্ত্রী হচ্ছেন মোল্লা আবদুর ঘানি বরাদর। দ্বিতীয় ডেপুটির নাম মৌলবি হানাফি। মহম্মদ হাসান আখুন্দ রাষ্ট্রসংঘের কাছে দাগী জঙ্গি হিসেবে পরিচিত।
আখুন্দ শুধু প্রধানমন্ত্রীর পাশাপাশি তালিবানের সর্বোচ্চ ক্ষমতাশালী রেভারি সুরাহ গোষ্ঠীর প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। মহম্মদ হাসান আখুন্দ প্রথম থেকেই পাকিস্তানপ্রেমী। তাই প্রধানমন্ত্রী হিসেবে মহম্মদ আখুন্দকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে।
তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ আফগানিস্তানের ক্যাবিনেটের একাধিক সদস্যের নাম ঘোষণা করেছে। বিদেশমন্ত্রীর পদে রয়েছে আবাস স্তানিকজাই, প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে মোল্লা ইয়াকুব, স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি। তবে এই মন্ত্রীসভা আপাতত কার্যনির্বাহী ক্যাবিনেট হিসেবে কাজ করবে। তালিবানের সবচেয়ে প্রভাবশালী রেভারি সুরাহ গোষ্ঠীর প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন মহম্মদ হাসাম আখুন্দ।
আফগানিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী আখুন্দের নাম নথিভুক্ত রয়েছে রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদীদের তালিকায়। এমন একজন ব্যক্তি আফগানিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
The post সরকার গঠনের স্বপ্নপূরণ তালিবানের! নতুন প্রধানমন্ত্রীর নাম শুনে চিন্তায় রাষ্ট্রসঙ্ঘ first appeared on India Rag .from India Rag https://ift.tt/3DZJV5u
Bengali News