বিশাখাপত্তনমঃ টোকিও অলিম্পিকে (Tokyo Olympic) ব্রোঞ্জ মেডেল জয়ী ভারত তথা বিশ্বের স্টার ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু ( PV Sindhu) বৃহস্পতিবার তিরুমালা মন্দিরে ঠাকুরের দর্শন করতে যান। টানা দু’বার অলিম্পিকসে পদক হাসিল করে সকলের প্রশংসা কুড়িয়েছেন সিন্ধু। গতবার রিও অলিম্পিকসে রুপো জয়ের পর এবার তাঁর থেকে আরও বেশি কিছু আশা করেছিল দেশবাসী। তবে, বেশি না পেলেও কাউকে নিরাশ করেন নি তিনি।
Andhra Pradesh: Olympic medallist shuttler PV Sindhu offered prayers at Tirumala temple today.
She says, "I'll start a training academy at Visakhapatnam very soon for youth, with state govt's support. Many youths lagging behind in sports as they don't have proper encouragement" pic.twitter.com/Wfjr6PPdcF
— ANI (@ANI) August 13, 2021
https://platform.twitter.com/widgets.js
বৃহস্পতিবার তিরুমালা মন্দিরে পৌঁছে ভগবানের দর্শনের পাশাপাশি পুজোও দেন অলিম্পিক্সে পদকজয়ী সিন্ধু। আর পুজো দেওয়ার পর তিনি এও জানান যে, খুব শীঘ্রই নিজের অ্যাকাডেমি খুলছেন তিনি।
সিন্ধু বলেন, আমি রাজ্য সরকারের সাহায্য নিয়ে খুব শীঘ্রই যুব খেলোয়াড়দের জন্য বিশাখাপত্তনমে ট্রেনিং অ্যাকাডেমি খুলব। সিন্ধু জানান, দেশের যুবদের খেলার প্রতি আরও বেশি করে আকৃষ্ট করতে আর তাঁদের আরও উন্নত করতেই এই ট্রেনিং অ্যাকাডেমি খোলা হবে।
উল্লেখ্য, সিন্ধু লাগাতার দুটি অলিম্পিক্সে মেডেল জয়ী প্রথম ভারতীয় মহিলার খেতাব অর্জন করেছেন। গতবার রুপো জয় যেমন ইতিহাস ছিল, এবার ব্রোঞ্জ জয়েও তাঁকে গোটা ভারতের মানুষই অনেক ভালোবাসা দিয়েছে।
The post সপরিবারে তিরুমালা মন্দিরে গেলেন পরপর দুটি অলিম্পিকে পদক জিতে ইতিহাস গড়া পিভি সিন্ধু first appeared on India Rag .from India Rag https://ift.tt/3ADycHj
Bengali News