নয়া দিল্লিঃ আফগানিস্তানে তালিবানের রাজে গদগদ পাকিস্তানের (Pakistan) একটি বড় জামাত গোষ্ঠী এই উগ্র বিদ্রোহী সংগঠনের তুমুল প্রশংসক। আরা তাঁরাই এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মাদ্রাসায় তালিবানের ঝাণ্ডা তুলল। যদিও পুলিশের কানে খবর যাওয়ার পর পুলিশ সেই ঝাণ্ডা বাজেয়াপ্ত করে ফেলে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ‘ডন” অনুযায়ী, ইসলামাবাদের প্রশাসনিক আধিকারিক আর পুলিশ জানিয়েছে যে, জামিয়া হাফজার ছাদে ৪ থেকে ৫টি তালিবানের ঝাণ্ডা তোলা হয়েছিল। ওই মাদ্রাসা দীর্ঘদিন ধরে পুলিশের নজরে রয়েছে।
এক আধিকারিক নাম গোপন রাখার শর্তে ‘ডন”কে জানিয়েছেন, ‘নামাজের পর এই ঝাণ্ডাগুলি তোলা হয়েছিল। এরপর পুলিশের কানে খবর যায়। তখন পুলিশের বড় আধিকারিকরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেন।”
রিপোর্ট অনুযায়ী, প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকরা মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এরপর ঝাণ্ডাগুলি বাজেয়াপ্ত করা হয়। মাদ্রাসার কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে যে, এই ঝাণ্ডাগুলি নিয়ে তাঁদের কোনও যায় আসেনা। এগুলি ছাত্ররা লাগিয়েছিল। পুলিশ মাদ্রাসা কর্তৃপক্ষকে এধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন।
from India Rag https://ift.tt/3sBvrn4
Bengali News