লখনউঃ উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল কল্যাণ সিং (Kalyan Singh) শনিবার লখনউয়ের সঞ্জয় গান্ধি মেডিক্যাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৪ জুলাই থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ডাক্তাররা জানান, মাল্টি অরগ্যান কাজ করা বন্ধ করে দেওয়ায় ওনার মৃত্যু হয়েছে। শেষকালে ওনার বয়স ৮৯ বছর ছিল।
Former Uttar Pradesh CM and former Rajasthan Governor Kalyan Singh passes away at Sanjay Gandhi Postgraduate Institute of Medical Sciences (SGPGI) in Lucknow, due to sepsis and multi organ failure: SGPGI
(File photo) pic.twitter.com/lRCv1xHMe2
— ANI UP (@ANINewsUP) August 21, 2021
https://platform.twitter.com/widgets.js
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ নিজের গোরক্ষপুর সফর রদ করে ওনার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন। কল্যাণ সিংকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার আইসিইউতে রাখা হয়েছিল।
বলে দিই, বিগত দু’দিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। আর এই কারণেই শুক্রবার যোগী আদিত্যনাথ ওনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। ওনার শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় মুখ্যমন্ত্রী শনিবার সন্ধের সময় আবারও হাসপাতালে যান।
The post বিদায়! শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং first appeared on India Rag .from India Rag https://ift.tt/2XGre6h
Bengali News