-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আসাউদ্দিন ওয়েসি হবেন উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী, দাবি SBSP পার্টির নেতার

- July 04, 2021

সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (SBSP) সভাপতি ওম প্রকাশ রাজভর বড়ো মন্তব্য করেছেন। মাত্র ৬ থেকে ৭ মাসের মধ্যে উত্তরপ্ৰদেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। সমস্ত পার্টি নিজেদের রাজনৈতিক সমীকরণ সাজাতে লেগে পড়েছে।

প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা প্রেস কনফারেন্স করে একের পর এক দাবি করছেন। UP বিধানসভা নির্বাচনের ঠিক আগে সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (SBSP) সভাপতি এক দাবি করেছেন। SBSP পার্টির মতে আসাউদ্দিন ওয়েসী উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।

সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (SBSP) সভাপতি ও প্রাক্তন কেবিনেট মন্ত্রী ওম প্রকাশ রাজভর নিজের বাড়িতে মিডিয়া কর্মীদের সাথে কথা বলতে গিয়ে এই দাবি করেন। ওম প্ৰকাশ রাজভর বলেন, AIMIM এর নেতা আসাউদ্দিন ওয়েসী উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন।

মিডিয়া কর্মীদের সাথে কথা বলতে গিয়ে ওম প্রকাশ রাজভর প্রধানমন্ত্রী মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও আক্রমন করেন। ওম প্রকাশ রাজভর বলেন, উত্তরাখন্ড থেকে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন যোগী আদিত্যনাথ।

প্রসঙ্গত, রাজনৈতিক লড়াইয়ের ময়দানে পিছিয়ে নেই অসাউদ্দিন ওয়েসীর পার্টি AIMIM, যারা ইতিমধ্যে ১০০ টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। শুধু এই নয় নিজেদের গুটি সাজাতে এখন থেকেই উত্তরপ্রদেশ নির্বাচন ইস্যুতে রাজনৈতিক বক্তব্য দিতে শুরু করে দিয়েছেন AIMIM এর প্রধান আসাউদ্দিন ওয়েসী।

শুক্রুবার দিন অসাউদ্দিন ওয়াসী যোগী আদিত্যনাথকে আক্রমণ করে বক্তব্যে রাখেন। আসাউদ্দিন ওয়েসী বলেন, যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে দেব না ইনশাল্লাহ। আসাউদ্দিন আরো বলেন, আমরা যদি দৃঢ় সংকল্প থাকি আর পরিশ্রম করি তাহলে নিশ্চয় এটা সম্ভব হবে। আমাদেরকে এটা চেষ্টা করতে হবে যে উত্তরপ্রদেশে যেন বিজেপি সরকার গড়তে না পারে।

The post আসাউদ্দিন ওয়েসি হবেন উত্তরপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী, দাবি SBSP পার্টির নেতার first appeared on India Rag .

from India Rag https://ift.tt/36b3M1U
Bengali News
 

Start typing and press Enter to search