ভারতবর্ষ থেকে ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে তৈরি হয়েছিল পাকিস্তান। পাকিস্তান তৈরি হওয়ার পর থেকে ওই দেশের নেতাদের মূল উদেশ্য ছিল কিভাবে ভারতকে ইসলামিক দেশে পরিণত করা যায়। স্পষ্টতই পাকিস্তান যে কর্মকান্ড চালায় পুরোটাই ইসলামিক আগ্রাসনের এক রূপ। আতঙ্কবাদের আড্ডাখানায় পরিণত হওয়ার পেছনেও রয়েছে এই একই কারণ। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতে তার দেশকে বদনাম করার ষড়যন্ত্র করা হয়।
শুধু এই নয়, পাক প্রধানমন্ত্রী ইমরান খান এও বলেছেন যে ভারত ও পাকিস্তানের খারাপ সম্পর্কের মূল কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)। সম্প্রতি উজবেকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান এক সম্মেলনে অংশ নিতে পৌঁছেছিলেন। উজবেকিস্তানে এক সাংবাদিক ইমরান খানকে প্রশ্ন করেন, ভারতের তরফ থেকে এটা প্রশ্ন যে আতঙ্কবাদ এবং আলোচনা কি একসাথে সম্ভব? এর উত্তরে ইমরান খান প্রশ্নের টপিক এড়িয়ে গিয়ে ভিত্তিহীন মন্তব্য করেন।
ইমরান খান বলেন, আমরা ভারতের কাছে এই অপেক্ষায় আছি যে আমরা সভ্য সমাজের মতো থাকি কিন্তু এর মধ্যে RSS এর চিন্তাধারা বাধা হয়ে গেছে। এরপর সাংবাদিক তালিবানের প্রসঙ্গ তুলতেই পালিয়ে যান ইমরান খান।
ইমরান খান ভারত পাকিস্তানের সংঘর্ষের জন্য RSS কে দায়ী করেন। অনেকে প্রশ্ন তুলেছেন, ধর্মের নামে দেশভাগ করার সময় তো RSS ছিল না। সে ব্যাপারে ইমরান খান কি বলবেন। কিছুজন বলেছেন, RSS অখন্ড ভারত নির্মাণে বিশ্বাসী। তাই পাকিস্তানের ধার্মিক উগ্রপন্থাকে আড়াল করতে RSS কে দায়ী করা ভণ্ডামি ছাড়া কিছুই নয়।
The post ভারত ও পাকিস্তানের মধ্যে খারাপ সম্পর্কের জন্য দায়ী একমাত্র RSS: ইমরান খান first appeared on India Rag .from India Rag https://ift.tt/3kEvqgi
Bengali News