নেতা হোক বা মন্ত্রী সবটাই তৈরি হয় সাধারণ জনগণের সমর্থনের হাত ধরে। তবে ক্ষমতা হাতে এলে অনেক সময় নেতাদের মধ্যে দেখা যায় অহংকারের প্রকাশ। সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দেখা যায় বঞ্চনা ও অত্যাচার। সম্প্রতি এমন অভিযোগ উঠল পশ্চিমবঙ্গের তারকেশ্বরের শামসেরপুর এলাকায় শাসকদলের এক নেতার বিরুদ্ধে।
অভিযোগ, তৃণমূল নেতা চন্দ্র শেখর ঘোষ শারিরীকভাবে অক্ষম এক ব্যাক্তির থেকে তার রুজি রোজগারের একমাত্র সম্বল ট্রাই সাইকেল কেড়ে নিয়েছেন। শুধুমাত্র বিজেপি পার্টিকে সমর্থন করার অপরাধে তার সাথে এমন নিষ্ঠুরতা দেখানো হয়েছে বলে জানা গেছে। শামসেরপুরের বাসিন্দা ইন্দ্র রায় জানিয়েছেন যে তার দুটি পঙ্গু হওয়ার কারণে ট্রাই সাইকেল ছিল তার পরিবারের ভর বহন করার একমাত্র সম্বল। অর্থাৎ ট্রাই সাইকেল ব্যাবহার করে ইন্দ্র রায় লটারির টিকিট বিক্রি করতে। তাই দিয়ে চলতো তার পরিবার।
এখন ইন্দ্র রায়ের ওই ট্রাই সাইকেল তৃণমূল নেতা চন্দ্র শেখর ঘোষ কেড়ে নিয়েছেন বলে অভিযোগ। এর ফলে বৃদ্ধ মা, বাবা, স্ত্রী ও সন্তানকে নিয়ে বিপদে পড়েছেন ইন্দ্র রায়। একেবারে বেকার হয়ে যাওয়ায় কোনোভাবেই চলছে না সংসার।
ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি নেতারা। আরামবাগের বিজেপি নেতা বিমান ঘোষ তৃণমূল নেতাকে দুষ্কৃতী বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন, একজন প্রতিবন্ধী যুবকের উপর এমন অত্যাচারকে আমরা নিন্দা জানাই।
The post প্ৰতিবন্ধী ব্যাক্তির ট্রাই সাইকেল কেড়ে নিল তৃণমূল নেতা! অপরাধ বিজেপি পার্টিকে সমর্থন করা first appeared on India Rag .from India Rag https://ift.tt/3wQ7Y2a
Bengali News