-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

‘আমি যত মানুষ দেখেছি তার মধ্যে RSS এর লোকজন সবথেকে বাজে’- স্বরা ভাস্কর, অভিনেত্রী

- July 10, 2021

অভিনেত্রী স্বরা ভাস্কর তার বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়শই খবরের শিরোনামে থাকেন। মাঝে মধ্যে টুইটারেও স্বরা ভাস্করকে রাষ্ট্রবাদী ও হিন্দুত্ববাদীদের উপর বিষ উগরাতে দেখা যায়। সম্প্রতি বলিউড অভিনেত্রী RSS এর স্বয়ংসেবকদের প্রসঙ্গে এমন কথা বলেছেন যা নিয়ে উনাকে বিরোধিতার মুখোমুখি হতে হয়।

আসলে স্বরা ভাস্কর নিজের টুইটার হ্যান্ডেল থেকে এক পোস্ট করে লিখেছেন, আমি যত মানুষ দেখেছি তাদের মধ্যে RSS এর লোকজন সবথেকে বাজে। নিজের কথার বিস্তার করে অভিনেত্রী লেখেন, কোনো ফিল্ম স্টারের তালাক হোক বা কোনো ফ্লিম স্টারের ছেলে মেয়ের জন্ম বা নাম রাখার বিষয়, সবথেকে RSS এর লোকজন তাদের নিচু মানসিকতা প্রকাশ করে।

RSS এর লোকজনেরা খুবই অমানবিক বলে দাবি করেন স্বরা ভাস্কর। অভিনেত্রীর এই টুইটের প্রসঙ্গে অনেকে উনার সাথে সহমত পোষণ করেছেন আবার অনেকে বিরোধিতা করেছেন। অনেকে বলেছেন, স্বয়ংসেবকরা সমাজের জন্য যে কাজ করে তার ১% করে দেখাক স্বরা ভাস্কর।

প্রসঙ্গত এর আগে তান্ডব সিনেমার বিরুদ্ধে হিন্দু ধর্ম অবমাননার অভিযোগ উঠলে স্বরা ভাস্কর সিনেমার পক্ষে দাঁড়িয়ে পড়েছিলেন। সেই সময় স্বরা ভাস্কর বলেছিলেন, আমিও হিন্দু কিন্তু তান্ডব সিনেমা দেখে আমার খারাপ লাগেনি।

The post ‘আমি যত মানুষ দেখেছি তার মধ্যে RSS এর লোকজন সবথেকে বাজে’- স্বরা ভাস্কর, অভিনেত্রী first appeared on India Rag .

from India Rag https://ift.tt/2TNVavV
Bengali News
 

Start typing and press Enter to search