কলকাতাঃ রবিবার কলকাতার বুক থেকে বাংলাদেশী জঙ্গী সংগঠন জেএমবির (JMB ) তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই কাজে সক্রিয় ভূমিকা পালন করেছে কলকাতা পুলিশ। পুলিশের আগে থেকেই অনুমান ছিল, হুজি বা আল-কায়েদা জঙ্গী সংগঠনের সঙ্গে তারা যুক্ত। তবে পদ্মাপাড়ে এখনও সেভাবে বিশেষভাবে জাঁকিয়ে বসতে পারছে না জেএমবি, আর সেই কারণেই বাংলাদেশ সংলগ্ন মুর্শিদাবাদের বর্ডার পেরিয়ে তাদের আগমন কলকাতায়। কলকাতায় পৌঁছে নিজেদের পরিচয় গোপনের উদ্দেশ্যে অত্যন্ত সাধারণ পেশার সঙ্গে নিজেদের যুক্ত করেছিল এই তিন সন্ত্রাসবাদী। কখনও ছাতা বিক্রি কখনও বা মসলা বা মশারী বিক্রির মাধ্যমে দিন যাপন করছিল তারা। যাতে তাদের কেউ সন্দেহ না করতে পারে।
কিন্তু দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর পুলিশের স্পেশাল স্কোয়াড জানতে পারে, রীতিমতো ভয়ানক ছক কষেছিল নাজিউর রহমান পাভেল ওরফে জয়রাম ব্যাপারী ওরফে জোসেফ, মেকাইল খান ওরফে শেখ সাব্বির ও রবিউল ইসলাম নামের ওই তিন জেএমবি জঙ্গী। খাগড়াগড়ে যে বোমা কারখানার কাজ অসম্পূর্ণ থেকে গিয়েছিল কার্যত সেই কাজেরই পুনরাবৃত্তি করতে চেয়েছিল তারা। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র এই তিনজনই এই দলে রয়েছে অনেকেই। ইতিমধ্যেই ১২ থেকে ১৫ জন বর্ডার পার করে চলে এসেছে। তবে তারা এখনও এ রাজ্যেই আছে কিনা, তা অবশ্য এখনও নিশ্চিত নয়। তবে অফিসারদের সন্দেহ, এ রাজ্য থেকে মূলত দক্ষিণ ভারতে দুর্ঘটনা ঘটানোর জোর পরিকল্পনা কষেছিল এই চক্রটি।
পুলিশ তদন্ত করে তাদের কাছ থেকে উদ্ধার করেছে একটি ডাইরি। যেখান থেকে অন্তত আরও কুড়ি জনের নাম ও ফোন নম্বর মিলেছে। পুলিশ জানিয়েছে, এদের মধ্যে অনেকেই সন্ত্রাসবাদী সংগঠন হুজি (HUJI), আল কায়দা (Al Qaeda) এবং এবিটির (ABT) নেতা। এমনকি ফোন নম্বর পাওয়া গিয়েছে জেএমবি তথা হুজি প্রধান আল আমিন এবং জেএমবি নেতা নাহিদ তসনিমের। যারা দুজনেই এই মুহূর্তে বাংলাদেশে জেলবন্দী। পুলিশ জানিয়েছে, এই ৩ জন জঙ্গীর মধ্যে দুজন আগে বাংলাদেশে জেলে বন্দী ছিল। জামিনে ছাড়া পেয়ে তারা ভারতের বুকে আঘাত হানার উদ্দেশ্যে রওনা দেয়।
পুলিশ একথাও জানিয়েছে, শুধুমাত্র বোমা তৈরীর কারখানায় নয়, বাংলায় একটি রাবারি উইং বা ডাকাতি চক্র তৈরির পরিকল্পনা ছিল তাদের। যাদের মূলত কাজ ছিল বিভিন্ন বড় গয়নার শোরুম এবং ব্যাংককে টার্গেট করে সেখান থেকে অর্থ লুট। তাদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, এদের অন্যতম একটি লক্ষ্য ছিল, এই বাংলার প্রতিটি মায়ের রান্না ঘরে বোমা রেখে আসা। তবে এই সংগঠনের জম্মু-কাশ্মীরের সঙ্গে কোনোরকম যোগসূত্র ছিল কিনা, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএর (NIA) আধিকারিকরাও। আশা করা হচ্ছে, এই তদন্তের দায়িত্ব এবার নিজেদের কাঁধে তুলে নেবেন তারা।
The post বাংলা জুড়ে বোমা কারখানা গড়ে নাশকতা চালানই ছিল মূল লক্ষ্য কলকাতায় ধৃত JMB জঙ্গিদের first appeared on India Rag .from India Rag https://ift.tt/3hCHwoi
Bengali News