-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মন্ত্রী সিদ্দিকুল্লাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে ত্রাণ সামগ্রী বোঝাই গাড়ি লুঠ করে পালাল তৃণমূলের নেতা

- July 17, 2021


বাসন্তীঃ যতদিন যাচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তত প্রকাশ্যে আসছে‌। পরিস্থিতি এতটাই প্রতিকূলে পৌঁছেছে যে নিজের দলের কর্মীর হাতেই আক্রান্ত হতে হচ্ছে ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে। গোষ্ঠীদ্বন্দ্বের এই আক্রোশ থেকে রেহাই নেই খোদ মন্ত্রীর‌ও।

নিজের দলের কর্মীর হাতেই আক্রান্ত হতে হয়েছে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে। সন্দেশখালিতে ত্রাণ নিয়ে গিয়েছিলেন তিনি। তিনি অভিযোগ করেছেন, স্থানীয় এক তৃণমূল নেতার ইন্ধনে তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে। এমনকী ত্রাণের জিনিসপত্র লুঠপাঠও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী। বিষয়টি নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

জানা গিয়েছে যে, শুক্রবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটে সন্দেশখালির সরবেড়িয়া পেট্রোল পাম্পের কাছে কলকাতা বাসন্তী রোডে। ঘটনার জেরে ত্রাণ না দিয়েই খালি হাতে ফিরে যান মন্ত্রী। তিনি বলেছেন, ঘুর্ণীঝড় ইয়াসের দাপটে ক্ষতিগ্রস্ত সন্দেশখালির সরবেড়িয়ায় জমিয়ত উলেমা হিন্দের তরফ থেকে ত্রান সামগ্রী নিয়ে তিনি যাচ্ছিলেন এলাকার মানুষের মধ্যে বিলি করার উদ্দেশ্যে। ত্রাণ হিসেবে ছিল চাল, ডাল ,তেল, মশলা, ত্রিপল, শাড়ি ও কাপড়। মন্ত্রীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দুপুর ২ টো নাগাদ সরবেড়িয়া পেট্রোল পাম্পের কাছে গাড়িটিকে আটক করে এলাকার কয়েকজন তৃণমূল নেতা।

স্থানীয় তৃণমূল নেতারা বলতে থাকে, ওই এলাকার মানুষের ত্রাণের প্রয়োজন নেই এবং দু এক কথা হতে হতেই ত্রাণ ভর্তি গাড়িটি থেকে মালপত্র লুঠ করতে থাকে এলাকার তৃণমূল নেতা কর্মীরা। তারা বলতে থাকে এলাকার তৃণমূল নেতা শেখ সাজাহানের অনুমতি ছাড়া এলাকায় কোন ত্রাণ দান করা যাবেনা। এমনটাই অভিযোগ করেছেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তার গাড়ির ড্রাইভারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

ঝামেলা শুরু হতেই গাড়ি থেকে নেমে আসেন জমিয়ত উলেমা হিন্দের রাজ্য সম্পাদক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দীকুল্লা চৌধুরী। তিনি রাস্তায় প্রতিবাদ করেন। মন্ত্রীর গুরুতর অভিযোগ, গাড়ি থেকে নামতেই এলাকার তৃণমূল নেতা কর্মীরা দলবল নিয়ে তাঁর উপর চড়াও হয়। তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। ধাক্কা দিয়ে তুই তোকারি করে বলা হয়, গাড়িতে ওঠ না হলে তোর গাড়ি ভেঙে দেওয়া হবে। তাঁর গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়। তিনি প্রাণ বাঁচাতে লোকাল থানায় না গিয়ে সরাসরি নবান্নে ডিজি কন্ট্রোলকে জানান।

মন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, আমার প্রাইভেট সেক্রেটারি প্রদীপ আগারওয়াল এসডিপিও বসিরহাট কে বিস্তারিত ঘটনা জানিয়েছে। মূল মস্তানের নাম শেখ শাজাহান। তিনি জানান, দল যদি ছেড়ে দিলেও সিদ্দীকুল্লার মুখ বন্ধ হবে না। এই নৈরাজ্য আমি মেনে নেবো না।

The post মন্ত্রী সিদ্দিকুল্লাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে ত্রাণ সামগ্রী বোঝাই গাড়ি লুঠ করে পালাল তৃণমূলের নেতা first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3BdjGax
Bengali News
 

Start typing and press Enter to search