-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

‘বাংলার চিকিৎসা বিদেশের থেকে ভালো’- মন্তব্য করায় কবীর সুমনকে “চটি চাটা বুদ্ধিজীবী” বলে কটাক্ষ নেটিজনদের

- July 01, 2021


অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কবীর সুমনের মুখে যেন থামছে না তৃণমূল কংগ্রেসের প্রশংসা। মমতা ব্যানার্জীর দলকে নিয়ে একের পর এক মধুর বাণী ছড়াচ্ছেন সংগীতশিল্পী কবীর সুমন। শ্বাসকষ্ট নিয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়েছিলেন সংগীতশিল্পী কবীর সুমন। হাসপাতাল ভর্তি হওয়ার পর তার সাথে দেখা করতে গিয়েছিলেন একের পর এক বড়ো রাজনীতিবিদ। মদন মিত্র তার সাথে দেখা করতে গেলে বলেছিলেন যে কেন্দ্রে তিনি তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় দেখতে চান। মদন মিত্রের কাছে তৃণমূল কংগ্রেসের প্রশংসার পর এবার নিজে ফেসবুক লাইভে এসে মমতার নামে প্রশংসার ঝড় তুললেন কবীর সুমন।

কবীর সুমন ফেসবুক লাইভে এসে বলেছেন, ইংল্যান্ড ফ্যান্সের মতো দেশেও বাংলার মতো চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না। তার এই মন্তব্যে পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক ট্রোল। কবীর সুমনের দাবিকে অনেকই সরকারের পা চাটা বলে কটাক্ষ করেছেন।

আলপন চ্যাটার্জী নামের এক ফেসবুক ইউজার লিখেছেন, “সুযোগ সন্ধানী বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম।এইরকম সন্তান যে পরিবারে জন্ম নেয় তাঁদের জন্য করুণা দেখানো ছাড়া সমাজের আর কিছু করার থাকে না । যে মানুষ সমাজের চলমান রীতি মানে না তাঁর প্রতি সমাজেরও কোন দায় থাকে না। উনি যে পরিবারে জন্ম নিয়েছেন সেই পরিবারের কোন সম্মান তিনি রাখেন নি।আস্ত কুলাঙ্গার। উনি ধর্ম মানেন না অথচ ধর্ম ভাঙ্গিয়ে আখের গোছাতে ওস্তাদ”

কুন্তল চৌধুরী নামের একজন লিখেছেন, “ইংল্যান্ড, হল্যান্ড, ফ্রান্সের চটির থেকেও বাংলার চটির টেস্ট ভালো।” সত্যনারায়ণ সরকার লিখেছেন, “এতই যদি ভালো তাহলে মুকুলের বউকে কেন চেন্নাই নিতে হল?পা চাটা লোক।” সঞ্জীব দাস লিখেছেন, “বলি চটি কি এক্কেবারে গিলে ফেলেছেন নাকি গলায় আটকে রয়েছে?”

মাতি শঙ্কর লিখেছেন, “এই সব মানসিকতার মানুষ কি করে শিল্পী সত্ত্বার অধিকারী হয়ে উঠতে পারে তা ভাবলেই গা শিউরে ওঠে ?” বিবেক বিশ্বাস লিখেছেন, “দেবাঞ্জনের ক্যাম্প থেকে করোনা টিকা নিয়েছে তাই এরূপ অবস্থা।”

তপন ভদ্র লিখেছেন, “হয় কবীর সুমনের মাথাটাথা এক্কেবারে খারাপ হয়ে গেছে নতুবা দিদির অনুপ্রেরণায় বেসামাল হয়ে যাচ্ছেতাই ভাবে বকছে।” স্বপন বিশ্বাস লিখেছেন, “আরে ভাই,ইনি কিন্তু অনেক বড়ো মহান ব্যক্তি,,ইনি হচ্ছেন বুদ্ধি জিবি,, ইনি যা বোলবেন আমাদের উচিত মাথা পেতে গ্রহণ করা,, রাগ করে না সোনা।”

তাপস রাখসিত লিখেছেন, “সত্যি বলছি , স্যালাইন এ কুড়ি টাকার পাউচ ভরে চালিয়ে দিয়েছিল মনে হয়।” ইন্দ্রানী চ্যাটার্জী লিখেছেন, “বিনা পয়সায় রাজার হালে চিকিৎসা তো ভালোই হবে। খরচা করে আর বিদেশে
পড়তে যাবার দরকার নেই।”

শঙ্কর সরকার লিখেছেন, “ইংল্যাণ্ড হলান্ড ফ্রান্সে 20 টাকার পাউচ পাওয়া যায়না ,ওনাকে স্যালাইনের পরিবর্তে হয়তো বাংলা দেওয়া হয়েছিল।” সব মিলিয়ে কবীর সুমনের দাবিকে যে নেটিজনরা খারিজ করে দিয়েছেন তা একেবারে স্পষ্ট।

The post ‘বাংলার চিকিৎসা বিদেশের থেকে ভালো’- মন্তব্য করায় কবীর সুমনকে “চটি চাটা বুদ্ধিজীবী” বলে কটাক্ষ নেটিজনদের first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3h7n0fk
Bengali News
 

Start typing and press Enter to search