-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দুর্নীতির অভিযোগ, কালীঘাট পৌঁছাতেই ফিরহাদ হাকিমের উপর ক্ষেপে উঠল হকার সংগঠন

- July 17, 2021


নির্বাচনের আগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেও ভোট মিটতেই দেখা গেল উল্টো সুর। দরিদ্র মানুষের পেটের ভাত নিয়ে টানাটানি শুরু করেছে শাসকদলের নেতৃবৃন্দ। লকডাউনে এমনিতেই মানুষের দুবেলা দুমুঠো ঠিকমতো জুটছে না সেইমতো অবস্থায় পেটে লাথি! স্বাভাবিকভাবেই শাসকদলের উপর ক্ষেপে উঠেতে দেখা গেল হকারদের।

দক্ষিণেশ্বর সাজানো গোছানো হলেও বঞ্চিত রয়ে গিয়েছে কালীঘাট। কালীঘাটে নতুন স্কাইওয়াক নির্মাণ নিয়ে বিবাদ বহু পুরোনো। নানা জটিলতায় আটকে রয়েছে কাজ। বলা ভালো জটিলতা সৃষ্টি করে কাজ আটকে রাখা হয়েছে। এদিন সেই স্কাইওয়াকের কাজ দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

এদিন কালীঘাটে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু তিনি পৌঁছাতেই শুরু হয় বিক্ষোভ। হকারদের একাংশ অভিযোগ তুলেছে, নতুন স্টল বন্টনে চরম দুর্নীতি হয়েছে। লটারি ব্যবস্থাতেও অনেকেই স্টল পাননি। হকারদের অভিযোগ এখানে টাকার খেল চলছে। মোট ১৮০ জন হকার ছিল ওই এলাকায়। তার মধ্যে দোকান পেয়েছে ১৫৪ জন। বাকি ২০-২৫ জনকে নিয়েই যত সমস্যা।

কালীঘাট হকার্স কর্নার নামের হকারদের নিজস্ব কমিটি এই লটারির আয়োজন করেছিল। এই কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। আগামী ৩০ জুলাইয়ের মধ্যে হকারদের এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম। যদিও এই আশ্বাস পেয়েও আশ্বস্ত হননি হকাররা। হকাররা জানিয়েছেন, নতুন করে স্টল বানানোর আর্থিক সামর্থ্য তাদের নেই। তৃণমূল বিধায়ক প্রত্যেককে ১০ হাজার টাকা দেবে বলে জানালেও হকাররা দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ জারি রেখেছেন।

আগামী দিনে কালীঘাটে স্কাইওয়াক চালু হলে পুনরায় লটারি সিস্টেম হবে খবর। পরিস্থিতি সামাল দিতে ফিরহাদ হাকিম দ্রুত সমস্যা মিটিয়ে ফেলার আশ্বাস দিলেও কোনো উপযুক্ত সমাধানসূত্র বের করতে পারেননি।

The post দুর্নীতির অভিযোগ, কালীঘাট পৌঁছাতেই ফিরহাদ হাকিমের উপর ক্ষেপে উঠল হকার সংগঠন first appeared on India Rag .

from India Rag https://ift.tt/2VSrIWa
Bengali News
 

Start typing and press Enter to search